রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সাফ চ্যাম্পিয়ন আবারও ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক, কেরালা থেকে

সাফ চ্যাম্পিয়ন আবারও ঢাকায়

বহুল প্রত্যাশার সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ হচ্ছে। চলতি ডিসেম্বরে বাংলাদেশে প্রথমবারের মতো এ টুর্নামেন্ট আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাফ নির্বাহী কমিটির বৈঠকে। গতকাল কেরালার রাজধানী ত্রিভান্দ্রামের হোটেল তাজ বিভান্তে সাফ নির্বাহী কমিটির ১১ জন সদস্যের মধ্যে ৮ জনের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাফের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন সভায় উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি অনুপস্থিত থাকলেও সাফ নির্বাহী কমিটির বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হতে আগ্রহী ছিল মালদ্বীপ। আগ্রহী ছিল ভুটানও। তবে স্পন্সর প্রতিষ্ঠানের আগ্রহে সাফের পরবর্তী আসর বসতে যাচ্ছে বাংলাদেশে। ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপের আগ্রহেই নাকি এ সিদ্ধান্ত নিতে হয়েছে। মালদ্বীপের প্রতিনিধি অনেকটা আফসোস করেই বললেন, বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তানে হলে স্পন্সররা অনেক বেশি অর্থ দিতে রাজি। এ কারণেই আমাদেরকে সবকিছু মেনে নিতে হয়েছে। কারণ, ফুটবলের উন্নয়নের জন্যই আমাদের এ অর্থ প্রয়োজন। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল সভা শেষের সংবাদ সম্মেলনে অনেক তথ্য জানালেন। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ চলতি বছরেই আগস্টের শেষ সপ্তাহে ভারতের বাঙ্গালোরে অনুষ্ঠিত হবে। তিনিই জানালেন, পাকিস্তানে ২০১৭ সাফ অনুষ্ঠানের কথা বলছিল স্পন্সররা। তবে সেখানকার বর্তমান পরিস্থিতি অনুকূল না হওয়ায় বাংলাদেশকেই ভেন্যু হিসেবে বেছে নিয়েছে সাফ কর্তৃপক্ষ। সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ বহুদিন ধরেই আলোচনায় ছিল। কাজী সালাউদ্দিন সভাপতি হওয়ার পর থেকেই। কিন্তু এতদিনেও এ টুর্নামেন্ট সাফল্যের মুখ দেখল না। আনোয়ারুল হক হেলাল জানালেন, এবার এ টুর্নামেন্ট আয়োজনের জন্য সবাই বদ্ধপরিকর। এতোদিন লিগ আর নানান টুর্নামেন্টের চাপে ক্লাব কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এবার থেকে প্রতি দুই বছর পর পর ক্লাব কাপ আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি। যে বছর সাফ চ্যাম্পিয়নশিপ হবে না সে বছর ক্লাব কাপ হবে। এ টুর্নামেন্টে আটটা দল খেলবে। সাফের সাতটা দেশ (আফগানিস্তান ছাড়া) থেকে সাতটা চ্যাম্পিয়ন দল খেলবে। এছাড়াও স্বাগতিক দেশ থেকে রানার্সআপ দল এ টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। তবে বিকল্প কিছুও হতে পারে বলে জানিয়েছেন সর্বভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কুশল দাস। তিনি বলেছেন, আফগানিস্তান থেকে একটা অতিথি ক্লাবেরও খেলার সম্ভাবনা আছে ক্লাব কাপে। আনোয়ারুল হক হেলাল জানালেন, সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপটা খুব দ্রুততার সঙ্গে আয়োজন করতে হবে। ইন্ডিয়ান সুপার লিগ আর আই লিগের মাঝখানে বিরতির যে সময়টা পাওয়া যাবে, এর মধ্যেই শেষ করতে হবে এ টুর্নামেন্ট। বাংলাদেশ এ টুর্নামেন্ট আয়োজনের জন্য কতোটা প্রস্তুত! গতকাল কেরালা থেকে মুঠোফোনে কাজী সালাউদ্দিনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশ এ টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রস্তুত আছে।’ সাফ নির্বাহী কমিটির বৈঠকে গতকাল সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। যেমন সাফের সব টুর্নামেন্টে কারা স্পন্সর হবে! নাম বদলে লাগাডিয়া হওয়া ওয়ার্ল্ড স্পোর্টস গ্রুপই কী! এসব কিংবা মূল্যটাই এবার কেমন হবে! আনোয়ারুল হক হেলাল জানালেন, সামনে আরও বেশি মূল্য হাঁকাবে সাফ কর্তৃপক্ষ। এসব নিয়ে নির্বাহী কমিটির আগামী সভায় (ফেব্রুয়ারি) সিদ্ধান্ত নেওয়া হবে। সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ আয়োজনের যে দুরন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা কী আলোর মুখ দেখবে শেষ পর্যন্ত! আগামী ডিসেম্বরের মধ্যেই অবশ্য বিষয়টা স্পষ্ট হয়ে যাবে।

সর্বশেষ খবর