সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

জিম্বাবুয়ে সিরিজে নতুন মুখ

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ে আনুষ্ঠানিকভাবে এখনো জানায়নি কয়টি টি-২০ ম্যাচ খেলবে এবং কবে ঢাকায় পা রাখবে। না জানালেও আনঅফিশিয়ালি জানা গেছে ৪টি টি-২০ ম্যাচ খেলবে এবং সবগুলো খেলাই হবে সিলেটে। জিম্বাবুযে সিরিজ, এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে গতকাল শুরু হয়েছে টাইগারদের অনুশীলন। ক্রিকেটারদের  অনুশীলনের ফাঁকে নির্বাচকরা আসন্ন জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের একটি দল চূড়ান্ত করেছে। দলটি জিম্বাবুয়ে সিরিজের জন্য হলেও টার্গেট কিন্তু টি-২০ বিশ্বকাপ। ১৪ সদস্যের দলে কারা থাকবেন জানা যায়নি। তবে আবু হায়দার রনি, নুরুল হাসান সোহানদের মতো নতুন ক্রিকেটার থাকতে পারেন বলে আভাস পাওয়া গেছে। বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ২০ বছরের বাঁ হাতি পেসার রনি। নির্বাচক প্যানেল তার কথা ভাবছেন ভবিষ্যতের ভাবনায়। এছাড়া পেসার রুবেল হোসেন ইনজুরি থাকায় রাস্তাটা সহজ হয়ে পড়েছে। তবে না খেলা সম্ভাবনা রয়েছে আরেক পেসার তাসকিন আহমেদের। এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে নির্বাচকরা খেলাতে চাইছেন দ্রুতগতির এই ফাস্ট বোলারকে। সোহানকে বিবেচনা করা হচ্ছে মূলত পিঞ্চ হিটিংয়ের জন্য।

সর্বশেষ খবর