সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
বঙ্গবন্ধু গোল্ডকাপের চার ম্যাচ

সংস্কার চলছে যশোর স্টেডিয়ামের

ক্রীড়া প্রতিবেদক

অধীর আগ্রহে বসে আছে যশোরবাসী। এমনিতেই এ জেলায় বড় কোনো খেলা অনুষ্ঠিত হয় না। সেক্ষেত্রে আন্তর্জাতিক টুর্নামেন্টতো স্বপ্নই ছিল। সে স্বপ্ন পূরণ হতে চলেছে যশোরবাসীর। ৮ জানুয়ারি থেকে পর্দা উঠছে চতুর্থ বঙ্গবন্ধু গোল্ডকাপের। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে এদিনই আন্তর্জাতিক ফুটবলের অভিষেক ঘটবে যশোরে। শামস-উল হুদা স্টেডিয়ামে আসরের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বড় কোনো খেলা না হওয়ায় অযত্নে পড়ে আছে এই স্টেডিয়াম। গ্যালারির চেহারাও করুণ। তবে বাফুফের গ্রাউন্স কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল জানালেন, মাঠের করুণ চেহারা থাকলেও আন্তর্জাতিক ম্যাচের উপযোগী করা হচ্ছে। ১২ হাজার আসনবিশিষ্ট গ্যালারিরও সংস্কার কাজ শুরু হয়েছে। যশোরে হঠাৎ করে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই ফুটবলার ও কর্মকর্তারা মানসম্পন্ন হোটেলে থাকতে পারবে কিনা সেটাও প্রশ্ন। বাবুল জানালেন, খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। হোটেল  প্লাজা, হাসান ইন্টারন্যাশনাল ও পর্যটন কর্পোরেশনের আবাসিক হোটেল রয়েছে। সেখানেই থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে। পুলিশ লাইন মাঠ ও হাতিকাটাকে প্রশিক্ষণ ভেন্যু হিসেবে ব্যবহার করা হবে। ক্যান্টনমেন্টের ৪টি মাঠ যদি পাওয়া যায় তাহলে অনুশীলনের কোনো সমস্যা হবে না।

সর্বশেষ খবর