সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

আমির ফেরায় খুশি আফ্রিদি

ক্রীড়া ডেস্ক

কিছু দিন আগেও মোহাম্মদ আমিরের বিরুদ্ধে কথা বলেছেন বুম বুম আফ্রিদি। কিন্তু এখন দলে ফেরার পর সুর পাল্টে গেছে পাকিস্তানের টি-২০ অধিনায়কের। উল্টো সন্তুষ্টি প্রকাশ করেছেন আফ্রিদি। নিজের টুইটার অ্যাকাউন্টে আফ্রিদি লিখেছেন, ‘আমাদের এখন সামনে এগিয়ে যাবার সময় চলে এসেছে। আমিরের এই ফেরা তারই প্রমাণ। আশা করবো পূর্ণ মনোযোগ ও প্রতিশ্রুতি দিয়ে সে জাতীয় দলের প্রতি অবদান রাখতে পারবে। সে ফেরায় আমি দারুণ খুশি।’ আফ্রিদি আরও জানিয়েছেন ইংল্যান্ডে তদন্ত কমিটির সামনে প্রথমবারই আমির স্পট ফিক্সিংয়ে নিজের জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছিল। আর এ ব্যাপারে সে ক্ষমাও চেয়েছেন। স্পট ফিক্সিংয়ে জড়িয়ে থাকার অপরাধে আমিরকে পাঁচ বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল আইসিসি। একই সঙ্গে তার জেলও হয়। কিন্তু সব কিছুকে পিছনে ফেলে আবারও নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে মানিয়ে নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন আমির। টি-২০ অধিনায়ক হিসেবে আফ্রিদি মনে করেন সাবেক খেলোয়াড়, সমালোচক, ক্রিকেট বিশেষজ্ঞদের এখন আমিরের এই ফেরাকে স্বাগত জানানো উচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর