সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বাদ পড়ায় বিস্মিত চয়ন

এস এ গেমসে বাংলাদেশ হকি দল

ক্রীড়া প্রতিবেদক

বাদ পড়ায় বিস্মিত চয়ন

কি থেকে কি  হয়ে গেল নিজেই বুঝতে পারছি না। মলিন মুখে কথাগুলো বললেন হকির তারকা খেলোয়াড় মামুনুর রহমান চয়ন। এ মুহূর্তে বাংলাদেশের যদি সেরা পাঁচ হকি খেলোয়াড় বাছাই করা হয় তাহলে চয়নের নাম ঠাঁই পাবে। অথচ এই নির্ভরযোগ্য তারকাকে ছাড়াই জাতীয় দল এসএ গেমসে মাঠে নামবে। শনিবার ১৮ সদস্যের যে চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে সেখানে স্থান হয়নি চয়নের। জাতীয় দল খেলবে চয়ন নেই এটা কেউ ভাবতেই পারছেন না। ২০০৬ সালে জাতীয় দলে অভিষেক হয় তার। এরপর আর পেছনে তাকাতে হয়নি। এশিয়া কাপ, ওয়ার্ল্ড হকি লিগ ও এশিয়ান গেমসে দেশকে নেতৃত্ব দিয়েছেন চয়ন। তার পারফরম্যান্সে মুগ্ধ বিদেশিরাও।

চূড়ান্ত দলে চয়নের বাদ পড়াটা বিস্ময়করই বলা যায়। সিলেক্ট কমিটির চেয়ারম্যান ও কোচ বলেছেন, পারফরম্যান্স দেখে চূড়ান্ত দল গঠন করা হয়েছে। চয়ন সন্তুষ্ট করতে পারেননি বলে স্বাভাবিকভাবে বাদ পড়েছে। এখানে অবাক হওয়ার কিছুই নেই। এ ব্যাপারে গতকাল মোবাইলে যোগাযোগ করা হলে চয়ন বলেন, সাধ্যমতো চেষ্টা করেছি। এরপরও বাদ পড়লাম। আসলে কি থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। আমার উপর যেন ঝড় বয়ে গেল।  এরপর বলেন, খুশি হতাম যদি দেখতাম আমার পজিশনে ভালো কেউ সুযোগ পেয়েছেন। যাক যা হওয়ার হয়ে গেছে। সিলেকশন কমিটি বিচার করে দল ঘোষণা করেছে। আমি খেলব না, তাতে কি? দলের জন্য শুভ কামনা রইল। আশা করব এসএ গেমসে বাংলাদেশ ভালো খেলবে। বাদ পড়ার পেছনে কোনো ষড়যন্ত্র কাজ করেছে কি? চয়ন বললেন, প্লিজ এ ব্যাপারে আমার মন্তব্য করা ঠিক হবে না। আপনি যদি হকি বুঝেন তাহলে নিজেই বিষয়টি উপলব্ধি করতে পারবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর