শিরোনাম
শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

নির্বাচনে লড়বেন না প্লাতিনি

ক্রীড়া ডেস্ক

নির্বাচনে লড়বেন না প্লাতিনি

সেপ ব্লাটারের উত্তরসূরি হওয়ার তালিকায় মিশেল প্লাতিনি ছিলেন সবার উপরে। ফিফার ভবিষ্যৎ সভাপতি হিসেবে অনেকে আগাম দেখেও ফেলেছিলেন প্লাতিনিকে। কিন্তু ২০১১ সালে অবৈধ উপায়ে ব্লাটারের কাছ থেকে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ব্লাটার ২০ লাখ ইউরো নিয়ে বিপাকে পড়ে যান। ২১ ডিসেম্বর ফিফার ইথিক্স কমিটি ব্লাটার ও প্লাতিনিকে ৮ বছরের জন্য ফুটবলের সব ধরনের কার্যক্রমে নিষিদ্ধ ঘোষণা করে। এতেই ফিফা সভাপতি পদে নির্বাচন করার পথে ব্যারিয়ার গড়ে ওঠে। যদিও নির্বাচন করার জন্য জোর চেষ্টা চালিয়েছিলেন প্লাতিনি। কিন্তু আইনি লড়াইয়ে পেড়ে উঠেননি। তাই বাধ্য হয়ে নিজ থেকেই জানিয়েছেন, ফিফার সভাপতির লড়াইয়ে অংশ নেবেন না। ২৬ ফেব্রুয়ারি ফিফার সভাপতি নির্বাচন। নির্বাচনে লড়তে না পারলেও নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করবেন প্লাতিনি ও ব্লাটার। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় প্লাতিনি বলেন, ‘ফিফা সভাপতির নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আমার সময়টা এখন ভালো নয়। আমাকে লড়াইয়ের সুযোগ দেওয়া হয়নি।’ প্লাতিনি সভাপতি পদে লড়াই না করলেও প্রার্থীর অভাব নেই।

ব্লাটার ফিফার সভাপতি ১৯৯৮ সাল থেকে। ২৯ মে পঞ্চমবারের মতো নির্বাচিত হন ফিফার সভাপতি হিসেবে। এরপর ঘুষ কেলেঙ্কারি ও দুর্নীতির তদন্ত শুরু হওয়ায় পদত্যাগ করেন ব্লাটার।

সর্বশেষ খবর