বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বসুন্ধরা সিটিতে টি-২০ বিশ্বকাপ ট্রফি প্রদর্শনী আজ থেকে

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা সিটিতে টি-২০ বিশ্বকাপ ট্রফি প্রদর্শনী আজ থেকে

বাংলাদেশে আজ আসছে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি। দেশের ক্রিকেটভক্তদের দেখার জন্য ট্রফিটি প্রদর্শন করা হবে বসুন্ধরা সিটি শপিং মলে। আজ ও আগামীকাল দুই দিন বসুন্ধরা সিটিতে ট্রফিটি প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন বসুন্ধরা সিটির ইনচার্জ ও বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের ঊর্ধ্বতন উপদেষ্টা (কারিগরি) টি আই এম লতিফুল হোসেন। গতকাল তিনি বলেন, ‘২০১৫ বিশ্বকাপের ট্রফিও বসুন্ধরা সিটিতে প্রদর্শিত হয়েছিল। এবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের অনুরোধ করে। তাই সাধারণ মানুষ যাতে টি-২০ বিশ্বকাপের ট্রফিটি সুশৃঙ্খলভাবে দেখতে পায়, আমরা সে ব্যবস্থা করেছি। এ প্রদর্শনীতে উপস্থিত হয়ে ক্রিকেটপ্রেমীরা ট্রফির সঙ্গে ছবি তুলে নিজেদের স্মৃতির ফ্রেমে বন্দী করে রাখতে পারবেন।’

প্রদর্শনীর আকর্ষণ বাড়াতে বসুন্ধরা সিটিতে উপস্থিত থাকবেন খ্যাতনামা ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তারা।

চলতি বছরের ৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ-২০১৬। বিশ্বকাপের নিয়মানুযায়ী টুর্নামেন্টের ট্রফি বিভিন্ন দেশে প্রদর্শনের নিয়ম রেখেছে আইসিসি। এ প্রদর্শনীর অংশ হিসেবে আজ বাংলাদেশে আসছে ট্রফিটি। বিশ্বকাপ ট্রফির এবারের এ ভ্রমণের নাম দেওয়া হয়েছে ‘নিশান ট্রফি ট্যুর অব ওয়ার্ল্ড টি-২০ কাপ’। প্রতিদিন বসুন্ধরা সিটিতে দেশি-বিদেশি লাখো মানুষের সমাগম ঘটে। এটি এখন তরুণ প্রজন্মের প্রাণকেন্দ্র। বসুন্ধরা সিটি নানা শৈল্পিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে দেশীয় ঐতিহ্যের লালন ও পৃষ্ঠপোষকতাসহ আধুনিক বিশ্বের সদা-পরিবর্তনশীল আবহের সঙ্গে যোগসূত্র রক্ষায়ও অবদান রেখে চলেছে। এ ছাড়া নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক

পরিবেশে বছরব্যাপী বিভিন্ন মেলা, প্রদর্শনীসহ নানা অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সর্বোপরি শৈল্পিক কর্মকাণ্ডে ব্যস্ত। আর ব্যস্ত এ সিটির উত্সবমুখরতায় টি-২০ বিশ্বকাপের ট্রফির প্রদর্শনী একটি নতুন মাত্রা যোগ করবে। বিভিন্ন উত্সব-পার্বণে বসুন্ধরা সিটি যেভাবে আমাদের নিজস্ব চেতনাকে

 শক্তিশালীভাবে ও নতুন করে সবার মাঝে ছড়িয়ে দিয়ে উজ্জীবিত করে তোলার ও আত্মমর্যাদাবোধ জাগ্রত করার প্রচেষ্টা চালিয়ে থাকে, তা এই টি-২০ টুর্নামেন্ট ট্রফির প্রদর্শনীর ক্ষেত্রেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ। তারা আরও জানান, সাম্প্রতিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ধারাবাহিক অসাধারণ নৈপুণ্য থেকে যে উচ্চপ্রত্যাশা দেশবাসীর হূদয়ে  জন্ম নিয়েছে তা যেন আসন্ন বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্যে রূপান্তরিত হয়, এ-ই থাকবে এ প্রদর্শনীর উজ্জীবনী প্রেরণা।

সর্বশেষ খবর