বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

জিতলেই সিরিজ যুবাদের

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ম্যাচে বাংলাদেশের যুবাদের কাছে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজের তরুণ ক্রিকেটাররা। ক্যারিবীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে বাংলাদেশ হারিয়েছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। আজ চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে। কয়েক দিন পরেই ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি মহাগুরুত্বপূর্ণ। বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবেই মেহেদী হাসানরা এই সিরিজে নিজেদের ঝালাই করে নিচ্ছেন। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাপটের সঙ্গেই জিতেছে। বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি ক্যারিবীয়রা। বাংলাদেশের প্রধান অস্ত্র স্পিন। প্রথম ম্যাচেই তারা সফরকারীদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। স্পিন বিষেই দিশেহারা হয়ে ওয়েস্ট ইন্ডিজ দল অলআউট হয়ে গিয়েছিল মাত্র ১১৭ রানেই।

 আজ মাঠে নামার আগেও টাইগারদের স্পিন নিয়েই আতঙ্কে থাকবেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা। অন্যদিকে প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও প্রতিপক্ষকে উড়িয়ে দিতে চায় বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজটা আজই নিশ্চিত করতে চান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টানা দুই সিরিজ জিতেছিল। যদিও ভারত সফরটা মোটেও ভালো হয়নি। তবে ওই সফরের কথা ক্রিকেটারদের ভুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা স্টুয়ার্ট ল। তাছাড়া বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের বড় সমস্যা হচ্ছে, বড় টুর্নামেন্টে চাপ নিতে না পারা। তাই ক্রিকেটারদের স্বাভাবিক থাকার পরামর্শও দিয়েছেন ল। সেক্ষেত্রে বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজটি হচ্ছে পরীক্ষাগারের মতো। ল খুব ভালো করেই জানেন, বাংলাদেশের ক্রিকেটাররা চাপমুক্তভাবে খেলতে পারলে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে শিষ্যদের স্বাভাবিক থাকার পরামর্শই দিয়েছেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর