বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বার্সেলোনায় ড. ইউনূস

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনায় ড. ইউনূস

শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের সোশ্যাল বিজনেসকে লুফে নিয়েছে পৃথিবীর অনেক দেশই। কাতালুনিয়ায় বার্সেলোনা সোস্যাল বিজনেস সিটিই তৈরি করেছে স্প্যানিশরা। প্রথম বাংলাদেশি হিসেবে নোবেল জয়ী ইউনূস গিয়েছিলেন বার্সেলোনা দেখতে। ন্যু ক্যাম্পের সবুজ জমিনে তাকে স্বাগত জানিয়েছেন বিশ্বখ্যাত ক্লাব বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট জর্ডি কারডোনার এবং ক্লাবের ডিরেক্টর ডিড্যাক লি। ড. ইউনূসের সোস্যাল বিজনেসকে সমর্থন দিয়ে যাচ্ছে ফাউন্ডেশন বার্সেলোনাও। তাদের সঙ্গে আলাপ-আলোচনায় ইউনূস জানিয়েছেন বাংলাদেশে বার্সেলোনাকে নিয়ে আবেগের কথা। তিনি বলেছেন, ‘আমি এখানে আসতে পেরে সত্যিই আনন্দিত। বাংলাদেশে প্রায় সবাই বার্সেলোনার ভক্ত। তারা ক্লাব সম্পর্কে সবকিছুই জানে। চিনে সব ফুটবলারদের। এটা সত্যিই বিস্ময়কর। খেলাটা তাদের জন্য স্বপ্নের মতোই। বিশেষ করে তরুণদের কাছে। বার্সেলোনাই সবাইকে এক ছাতার নিচে নিয়ে এসেছে। এটা অন্যদের জন্যও ভালো কিছু উপহার দিতে পারে। যেমনটা বার্সেলোনা বলে থাকে, ক্লাবের চেয়েও বেশি কিছু। এর ক্ষমতা অনেক।’ এদিকে ড. ইউনূসকে পাশে পেয়ে বার্সেলোনাও আনন্দিত। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জর্ডি কারডোনার বলেছেন, ‘এখানে প্রফেসর ইউনূসকে পেয়ে আমরা সম্মানিত বোধ করছি। তিনি মানবতার জন্য অনেক কিছুই করেছেন। সমাজের প্রয়োজনীয়তার কথা ভেবেছেন। তার মতো ব্যক্তি আমাদের ক্লাবের প্রতি আগ্রহ দেখিয়েছেন এটা খুবই গর্বের। ‘ক্লাবের চেয়ে বেশি কিছু’ স্লোগানকে একজন নোবেল জয়ীর স্বীকৃতি দেওয়াটা সত্যিই খুবই গুরুত্বপূর্ণ।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর