বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

পারিশ্রমিক বেড়েছে ফুটবলারদের

ফুটবলে দলবদল আজ থেকে

ক্রীড়া প্রতিবেদক

পারিশ্রমিক বেড়েছে ফুটবলারদের

শেখ জামাল ছাড়ছেন মামুনুল

আন্তর্জাতিক ফুটবলে বার বার মার খাচ্ছে বাংলাদেশ। ব্যর্থতা থেকে কোনোভাবে বের হয়ে আসতে পারছে না। তাতে কি দলবদলে ঠিকই উত্তাপ ছড়িয়ে পড়েছে। কমছে না বরং আগের চেয়ে পারিশ্রমিক আরও বৃদ্ধি পাচ্ছে। কোনো কোনো ফুটবলার নাকি লোকাল ফুটবল ইতিহাসে এবারই সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন। এনিয়ে আবার কেউ কেউ ক্ষুব্ধ। কারণ ভরাডুবির পরও ফুটবলারদের এত ডিমান্ড থাকে কীভাবে? ক্রিকেট যতই এগিয়ে যাক না কেন, প্রিমিয়ার লিগে দলবদল ঘিরে কখনো উত্তাপ দেখা যায় না। ফুটবল এখনো ব্যতিক্রম, দলবদলে ফুটবলার সংগ্রহ নিয়ে শীর্ষস্থানীয় ক্লাবগুলোর মধ্যে উত্তেজনা তুঙ্গে থাকে। বিশ্বকাপ বাছাই পর্ব, সাফ চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ডকাপে হতাশাজনক পারফরম্যান্সের পরও খেলোয়াড় নিয়ে টানাটানির কমতি নেই। ২০১৬ ফুটবল মৌসুমের দলবদল শুরু হচ্ছে আজ থেকেই। ডিসেম্বর ২৮ তারিখে এই শিডিউল নির্ধারিত ছিল। কিন্তু ফুটবলাররা আন্তর্জাতিক টুর্নামেন্টে ব্যস্ত থাকার কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছিল। এক মাস ধরে চলবে পেশাদার লিগে ঘর গোছানোর কাজ। কিন্তু এর আগে শীর্ষস্থানীয় দলগুলো পছন্দের খেলোয়াড়দের চূড়ান্ত করে রেখেছে। ফুটবলে এ রীতি অনেক আগে থেকেই চলছে। মৌসুম শেষ হলে দলগুলো যার যার পছন্দের খেলোয়াড়দের সঙ্গে আলাপ শুরু করে দেয়। কেউ কেউ আবার মৌখিক চুক্তিও করে ফেলে। তবে দলবদল বা রেজিস্ট্রেশন করা পর্যন্ত চূড়ান্তভাবে বলা যাবে না কে কোথায় খেলবেন। একটা ধারণা অবশ্য পাওয়া যায়। সেই হিসেবে আসছে মৌসুমে শেখ রাসেল ক্রীড়াচক্র, ঢাকা আবাহনী ও চট্টগ্রাম আবাহনীতে তারকাদের সমাগম ঘটবে এই আভাসই পাওয়া গেছে। পেশাদার লিগে এবার হ্যাটট্রিক শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। কিন্তু এই দলের অধিকাংশ খেলোয়াড়ই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। যে অবস্থা তাতে শেখ জামাল গত দুই মৌসুমের মতো শক্তিশালী দল গড়তে পারছে না। গতবার বিগ বাজেটে দল গড়েও দুর্ভাগ্যক্রমে পেশাদার লিগে চ্যাম্পিয়ন হতে পারেনি শেখ রাসেল। এবার শিরোপা জিততেই সেই মানের খেলোয়াড় সংগ্রহ করছে ক্লাবটি।

সর্বশেষ খবর