বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

এশিয়া কাপও এই উইকেটে

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপও এই উইকেটে

গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূইয়া

ব্যস্ত সূচিতে ঠাসা বাংলাদেশের ক্রিকেট। সামনে এশিয়া কাপ। এরপর টি-২০ বিশ্বকাপ। চলছে জুনিয়রদের বিশ্বকাপ। আসরে অংশগ্রহণকারী ১৫ দেশকে আতিথেয়তা দিচ্ছে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ৮ ভেন্যুতে কাপ ও প্লেট পর্বের খেলা হবে ৪৮টি। ম্যাচগুলো হবে ৪২ উইকেটে। যুব বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভুঁইয়ার নেতৃত্বে উইকেটগুলোকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে। ২৫ ফেব্রুয়ারি শুরু এশিয়া কাপের ম্যাচগুলোও এই উইকেটে হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।

যুব বিশ্বকাপে ক্রিকেটাররা যাতে ব্যাট ও বলে নিজেদের মেলে ধরতে পারেন, সে উদ্দেশ্যেই স্পোর্টিং উইকেট বানানো বলেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান, ‘আমাদের কাছে উইকেট বানানোর কোনো আলাদা নির্দেশাবলী ছিল না। তবে আইসিসির একটি নির্দেশনা অনুসরণ করতে হয়। আমাদের উইকেট দেখে কোনো অসন্তুষ্ট হয়নি আইসিসি।’ উইকেট যে প্রাণবন্ত, কাল টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই প্রমাণ মিলেছে তার। চট্টগ্রামের দুই ভেন্যু জহুর আহমেদ চৌধুরী আহমেদ স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়ামে রান উঠেছে। সেঞ্চুরি হয়েছে তিনটি। পেসারদের সঙ্গে পাল্লা দিয়ে ভালো বোলিং করেছেন স্পিনাররাও। বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা যুব দলের বিপক্ষে ৪৩ রানের জয়ের ম্যাচে বাংলাদেশের স্পিনাররা ছিলেন দুর্দান্ত। চার স্পিনার নিয়েছে ১০ উইকেট। হারলেও প্রোটিয়াস যুবাদের ওপেনার স্মিথ সেঞ্চুরি করেন। ফিজির বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেন ইংল্যান্ডের লরেন্স ও বার্নহাম। ম্যাচে ইংল্যান্ডের স্কোর ছিল ৩ উইকেটে ৩৭১। প্রোটিয়াস যুবাদের বিপক্ষে মেহেদি হাসান মিরাজদের স্কোর ছিল ২৪০। ব্যাটসম্যান ও বোলারদের পারফরম্যান্সে  প্রথম দিনেই পার্স মার্কস পেয়েছে উইকেট। উইকেটের আচরণে সন্তুষ্ট বিসিবি পরিচালক, ‘যারা ভালো করতে চাইবেন, তারাই ভালো করবেন। জহুর আহমেদ স্টেডিয়ামে খেলা দেখলাম। উইকেটের আচরণে পুরোপুরি সন্তুষ্ট।’ যুব বিশ্বকাপ শেষ ১৪ ফেব্রুয়ারি। ২৫ ফেব্রুয়ারি শুরু হবে এশিয়া কাপ। এ নিয়ে টানা তিনবার এশিয়া কাপের আয়োজন করছে বাংলাদেশ। প্রথমবার এশিয়া কাপ হচ্ছে টি-২০ আদলে। এশিয়া কাপে অংশ নিবে ৫ দল। দলগুলো জন্য আলাদাভাবে উইকেট প্রস্তুত করার সময় পাবে না বিসিবি। যুব বিশ্বকাপকে ঘিরে উইকেট বানানো হলেও এশিয়া কাপেও এই উইকেট ব্যবহার হবে বলেন বিসিবি পরিচালক হানিফ, ‘আমরা মূলত উইকেট বানিয়েছে যুব বিশ্বকাপের জন্য। এশিয়া কাপের খেলা হবে মিরপুর ও ফতুল্লায়। আমি মনে করি উইকেটগুলোর যত্ন নিলে এশিয়া কাপেও উইকেটগুলো ব্যবহার করতে কোনো সমস্য হবে না।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর