বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

২৯৯ রানে জিতল ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

শক্তি ও সামর্থ্যে দুই দলের পার্থক্য যোজন যোজন। সব ধরনের ক্রিকেটের পরাশক্তি দল ইংল্যান্ড। ফিজি অচেনা, অজানা এক দল। শক্তির পার্থক্য যখন এমন, তখন স্বাভাবিকভাবেই ম্যাচে ফেবারিটের আসনে আসীন ইংল্যান্ড। সেই ধারণা মতোই কাল আইসিসি সহযোগী দেশটিকে উড়িয়ে দিয়েছে ইংলিশ যুবারা। অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের উদ্বোধনী দিনে কাল ইংল্যান্ড ২৯৯ রানের আকাশসম ব্যবধানে হারিয়েছে ফিজিকে। যুব বিশ্বকাপের ইতিহাসে এটা তৃতীয় বড় জয়। ২০০২ সালে অস্ট্রেলিয়া ৪৩০ রানে হারিয়েছিল কেনিয়াকে এবং ওয়েস্ট ইন্ডিজ ৩০১ রানে হারায় স্কটল্যান্ডকে। রেকর্ড গড়ার ম্যাচে ইংল্যান্ডের ৩ উইকেটে ৩৭১ রানের জবাবে ফিজির সংগ্রহ মাত্র ৭২।  

যুব বিশ্বকাপ দিয়ে ফের ক্রিকেটে ফিরলো এম এ আজিজ স্টেডিয়াম। কাল প্রথমে ব্যাট করতে নেমে ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ২২ রানে হারায় প্রথম উইকেট। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে লরেন্স ও বার্ণহাম যোগ করেন ৩০৩ রান। যুব বিশ্বকাপের ইতিহাসে এটাই একমাত্র ৩০০ রানের জুটি। এর আগে ২০০৪ সালে বিকেএসপিতে নিউজিল্যান্ডের বিজে ওয়াটলিং ও ব্র্যাড উইলসন ২৭৩ রানের জুটি গড়েছিলেন স্কটল্যান্ডের বিপক্ষে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর