বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

আবার ফাইনালে লিভারপুল

ক্রীড়া ডেস্ক

ইংলিশ ফুটবলে লিভারপুল একটা বড় ক্লাবের নাম হিসেবেই সব সময় বিবেচিত হয়েছে। কিন্তু গত দশকে লিভারপুল তার অতীত ঐতিহ্যের অনেক কিছুই বিসর্জন দিয়েছে। ২০০৫ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ২০০৬ সালে এফএ কাপ জয়ের পর একমাত্র লিগ কাপ ছাড়া দলটা গত এক দশকে বলতে গেলে আর কিছুই জিতেনি। ২০১২ সালে লিগ কাপ জিতেছিল টাইব্রেকারে। সেই লিভারপুল আরও একবার ফাইনালে উঠল। ফুটবল লিগ কাপে মঙ্গলবার গভীর রাতে সেমিফাইনালে স্টোক সিটির কাছে ১-০ গোলে হেরেও ফাইনাল নিশ্চিত করেছে অলরেডরা। প্রথম লেগে একই ব্যবধানে জিতেছিল লিভারপুল। ব্যবধান সমান হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। প্রথম পাঁচ পেনাল্টি শুটে গোল সমান (৪-৪) হওয়ায় টাইব্রেকার সাডেন ডেথে গড়ায়। এবার ম্যাচটা জিতে নেয় লিভারপুল। ফুটবল লিগ কাপে নবম শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনাল খেলবে অলরেডরা। ২৮ ফেব্রুয়ারি ম্যানসিটি অথবা এভারটনের মুখোমুখি হতে যাচ্ছে জার্গেন ক্লপের দল।বুরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে লিভারপুলের দায়িত্ব নিয়েছেন জার্গেন ক্লপ চলতি মৌসুমের শুরুর দিকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর