শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

এর পরও সতর্ক যুবারা

ক্রীড়া প্রতিবেদক

এর পরও সতর্ক যুবারা

নিউজিল্যান্ডকে হারিয়ে যুব বিশ্বকাপের অপরাপর দলগুলোকে চমকে দিয়েছে নেপাল। ‘হিমালয় দুহিতা’ নেপালের এমন চমত্কার পারফরম্যান্সে নড়েচড়ে বসেছে আসরের সবগুলো দল। তার ওপর কাল আবার আইসিসি সহযোগী দেশ নামিবিয়া উড়িয়ে দিয়েছে আরেক সহযোগী দেশ স্কটল্যান্ডকে। আইসিসি সহযোগী দেশ দুটি আবার বাংলাদেশের গ্রুপে। আগামীকাল স্কটিশ যুবাদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবেন মেহেদি হাসান মিরাজরা। কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি জিতলে কাপ পর্ব প্রায় নিশ্চিত স্বাগতিক যুবাদের। শক্তি ও সামর্থ্যের বিচারে স্কটিশদের চেয়ে যোজন যোজন এগিয়ে বাংলাদেশ। ফেবারিট হয়েই খেলবেন পিনাক ঘোষরা। কিন্তু নেপালের জয় সতর্ক করে দিয়েছে পিনাকদের। তাই হালকা করে দেখতে চাইছে না স্কটল্যান্ড কিংবা নামিবিয়াকে।

ঘরের মাঠে বলে মিরাজ, পিনাকরা স্বপ্ন দেখছেন বিশ্বজয়ের। সেই স্বপ্নের সূচনাটা দারুণ হয়েছে স্বাগতিকদের। হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে। প্রোটিয়াস যুবাদের হারিয়ে কাপ পর্বের পথে এক পা দিয়েই ফেলেছেন মিরাজরা। আজ স্কটল্যান্ড ম্যাচ। সেখানে প্রতিপক্ষ হিসেবে স্কটিশ যুবারা দুর্বল ভাবাই স্বাভাবিক। নামিবিয়ার কাছে হেরেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। আগের দিন নিউজিল্যান্ড যুবাদের ৩২ রানে হারায় নেপাল। যুব বিশ্বকাপে যাকে বলা হচ্ছে অঘটন। নেপাল ও নামিবিয়ার নজরকাড়া পারফরম্যান্সে সতর্ক বাংলাদেশের যুবারা। কাল অপরূপ সৌন্দর্যের কক্সবাজার স্টেডিয়াম একাডেমি মাঠে অনুশীলন শেষে ওপেনার পিনাক সেই সতর্কতার কথাই বলেন, ‘নিউজিল্যান্ডকে হারিয়েছে নেপাল। অথচ ম্যাচের আগে ফেবারিট ছিল নিউজিল্যান্ড। ম্যাচটি আমাদের মেসেজ দিয়েছে, আসরের কোনো দলই ছোট নয়। যে কোনো দল, যে কাউকে হারাতে পারে। নেপাল ম্যাচের পর কাল নামিবিয়াও বড় জয় পেল স্কটল্যান্ডের বিপক্ষে। তাই কাউকে ছোট করে দেখার কিছু নেই। আমরা সিরিয়াস ম্যাচই খেলব স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে।’ 

প্রোটিয়াস যুবাদের হারানোর ম্যাচ খেলেছিলেন সঞ্জিত সাহা। কিন্তু ওই ম্যাচেই তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন ম্যাচ রেফারি। সঞ্জিতকে পরীক্ষা দিতে হবে। তবে স্কটল্যান্ড কিংবা যুব বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে আপাতত কোনা বাধা নেই তার। এমন একটি ধাক্কা অবশ্য আঁচড় কেটেছে যুবদলের পিঠে। এই ধাক্কা অবশ্য মানসিক শক্তিতে কোনো আঘাত হানেনি। এমন ধাক্কা সত্ত্বেও নিজেদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা পিনাকের, ‘আমরা যদি নিজেদের মতো খেলতে পারি তাহলে প্রতিপক্ষ দল কোনো আহামরি কিছু নয়। ভারত ও পাকিস্তান শক্তিশালী দল। কিন্তু তাদের হারানো অসম্ভব নয়।’

আগামীকাল স্কটল্যান্ড এবং ২ ফেব্রুয়ারি প্রতিপক্ষ নামিবিয়া। যুবদল শতভাগ সাফল্য নিয়ে কাপ পর্বে খেলতে চাইছেন পিনাকরা। তার প্রস্তুতিও নিচ্ছেন বেশ জোরেশোরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর