শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বার্সার এগিয়ে যাওয়ার লড়াই

শিরোপার লড়াই

ক্রীড়া ডেস্ক

বার্সার এগিয়ে যাওয়ার লড়াই

বহু ম্যাচে অ্যাটলেটিকোকে জয় উপহার দিয়েছেন আরডা তুরান। তবে তুর্কি এ তারকা আজ বার্সার জার্সি গায়ে অ্যাটলেটিকোর প্রতিপক্ষ হিসেবেই মাঠে নামবেন—এএফপি

লুইস সুয়ারেজ বলেছেন, বার্সেলোনা নিজেদের ভুল সম্পর্কে পূর্ণ সচেতন। এগুলো ঠিকঠাক করেই ন্যু-ক্যাম্পে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে কাতালানরা। টানা ৮টি জয় নিয়ে মাঠে নামবে বার্সেলোনা। তারপরও অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে অনেক কিছুই ভাবতে হচ্ছে লুইস এনরিকের। লা লিগায় ৪৮ পয়েন্ট করে সংগ্রহ রয়েছে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের। অবশ্য এক ম্যাচ কম খেলেছে বার্সেলোনা। তা ছাড়া গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষেই আছে তারা। তবে আজকের লড়াই মৌসুমের শিরোপার জন্য অনেকটা ফাইনাল ম্যাচই দুই দলের জন্য।

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে টানা পাঁচটি ম্যাচ জিতেছে বার্সেলোনা। ২০১৫ সালে কোনো ম্যাচেই দিয়েগো সিমিওনের শিষ্যরা সুবিধা করতে পারেনি বার্সেলোনার বিপক্ষে। তারপরও অ্যাটলেটিকো মাদ্রিদ এখন লা লিগায় বার্সা-রিয়ালের সমান্তরালে চলার মতো ক্লাব। এমনকি তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিতেও সামর্থ্য দলটা। অবশ্য অ্যাটলেটিকো মাদ্রিদও আছে সমস্যায়। কোপা দেল রে কাপের কোয়ার্টার ফাইনালে সেল্টা ভিগোর কাছে পরাজিত হয়েছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। বিদায় নিয়েছে তারা কোপা দেল রে কাপ থেকে। অবশ্য এ পরাজয়কে খুব বড় করে দেখছে না অ্যাটলেটিকো। অধিনায়ক গ্যাবি বলেছেন, ‘গত ম্যাচের পরাজয় আমাদের ওপর কোনো প্রভাব ফেলবে না। আমরা যে কোনো পরিস্থিতিতেই লড়াই করতে অভ্যস্ত। আর শনিবারে (আজ) আপনারা সেরা অ্যাটলেটিকো মাদ্রিদকে দেখতে পাবেন।’

এদিকে আজ তুর্কি তারকা আরডা তুরান অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হতে পারেন বার্সার জার্সি গায়ে। চার বছর তিনি খেলেছেন অ্যাটলেটিকো মাদ্রিদে। সেখানে অসংখ্য ম্যাচে দলকে জয় উপহার দিয়েছেন। এবার প্রিয় দলের বিপক্ষেই লড়াইয়ে নামতে হচ্ছে তাকে। তবে নিজের পুরনো ক্লাবের প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখছেন আরডা তুরান। তিনি বলেন, ‘আমরা প্রতিটি ক্লাবকেই প্রতিপক্ষ হিসেবে শ্রদ্ধার চোখে দেখে থাকি। অ্যাটলেটিকো মাদ্রিদও এর ব্যতিক্রম নয়। বিশেষ করে তারা গত কয়েক বছরে অনেক ফুটবলার পরিবর্তন করার পরও নিজেদের স্টাইলটা ধরে রেখেছে।’ অ্যাটলেটিকো মাদ্রিদকে কঠিন প্রতিপক্ষ হিসেবে ধরে নিয়েই আজ মাঠে নামছে বার্সেলোনা। লুইস এনরিকের শিষ্যরা আজ জিতলে শিরোপার লড়াই অনেকটাই নিষ্পত্তি হয়ে যাবে!

সর্বশেষ খবর