শনিবার, ৩০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

চার বছর পর দলে দিলহারা

ক্রীড়া ডেস্ক

চামিন্দা ভাসের সঙ্গে খেলেছেন। তবে ভাসের উত্তরসূরি হিসেবেই গণণা করা হতো দিলহারা ফার্নান্দোকে। এই ডান হাতি ফাস্ট বোলার গতির কারুকাজে বহু ম্যাচ জিতিয়েছেন শ ীলঙ্কাকে। কিন্তু সার্ভিস দিতে পারেননি ভাসের মতো। ফর্মের ধারবাহিকতা না থাকায় বাদ পড়েন দলে। শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ খেলেন ২০১২ সালে। এরপর ব্রাত্য হয়েই ছিলেন। বাদ পড়লেও নিয়মিত পারফরম্যান্স করে গেছেন ঘরোয়া ক্রিকেটে। তার ফলও পেয়েছেন। চার বছর পর জাতীয় দলে ফিরেছেন দিলহারা ফার্নান্দো। ভারতের সঙ্গে টি-২০ সিরিজে তাকে দলভুক্ত করেছে নির্বাচক প্যানেল। ফার্নান্দোকে মূলত নেওয়া হয়েছে ল্যাসিথ মালিঙ্গার ইনজুরির জন্য। একই কারণে খেলছেন না অ্যাঞ্জেলো ম্যাথিউস, রঙ্গনা হেরাথ, নুয়ান প্রদীপ ও নুয়ান কুলাসেকারা। দুই দেশ সিরিজ খেলবে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে।   

শ্রীলঙ্কার টি-২০ স্কোয়াড : দিনেশ চান্দিমাল (অধিনায়ক), তিলকারত্নে দিলশান, সেকুগ্গে প্রসন্ন , মালিন্দা শ্রীবর্ধনে, ধানুস্কা গুনাতিলক, থিসারা পেরেরা, ধাসুন শানাকা, আসেলা গুনারত্নে, চামারা কাপুগেদারা, দুশমন্ত চামিরা, দিলহারা ফার্নান্দো, কাসুন রাজিথা, বিনুরা ফার্নান্দো, সচিত্রা সেনানায়েক ও জেফারি ভ্যান্ডার্সে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর