রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

রিনার রুপা, সাবিরার তামা জয়

ক্রীড়া প্রতিবেদক

রিনার রুপা, সাবিরার তামা জয়

এসএ গেমসে মহিলা কুস্তিতে রুপাজয়ী রিনা - এসএ গেমসে ভারোত্তোলনে তামা জয়ী মোল্লা সাবিরা

এসএ গেমসে দ্বিতীয় দিনেই পদকের দেখা মিলেছে। দক্ষিণ এশিয়ার অলিম্পিক বলে খ্যাত এই গেমসে বাংলাদেশের ক্রীড়াবিদরা নজর কাড়তে সক্ষম হয়েছেন। গতকাল প্রথম পদকটি আসে ভারোত্তোলন থেকে। গৌহাটির ভোগেশ্বরি ফুক গেনী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত মেয়েদের ভারোত্তলনে ৪৮ কেজির ক্যাটাগরিতে মোল্লা সাবিরা তামা জেতেন। তিনি ১৪৩ কেজি ওজন তোলেন। ১৬৯ কেজি ওজন তুলে সোনা জেতেন ভারতের মীরা বাঈচানু। ১৪৫ কেজি ওজন তুলে রুপা জেতেন শ্রীলঙ্কার জান সানি গোমাস। ভারোত্তলনে পুরুষদের ৬২ কেজি ওজনে তামা জেতেন মোস্তাইন বিল্লাহ। শুধু তামা নয় দ্বিতীয় দিনে গেমসে রুপাও জিতেছে বাংলাদেশ। মেয়েদের কুস্তিতে ৬০ কেজি বিভাগে দেশকে রুপা এনে দেন রেশমা আকতার রিনা। এখন পর্যন্ত যা গেমসে বাংলাদেশের বড় প্রাপ্তি। আন্তর্জাতিক গেমসগুলোয় কুস্তির ফলাফল ততটা সুখকর নয়। এরপরও প্রশিক্ষণের সময় এসএ গেমসে সাফল্যের ব্যাপারে আশাবাদী ছিলেন রিনা। তিনি জোর গলায় বলেছিলেন, সোনা যদি নাও পাই দেশকে পদক উপহার দেব। শেষ পর্যন্ত কথা রেখেছেন রিনা। ৬০ কেজি বিভাগে দ্বিতীয় হয়ে দেশের হয়ে এবারে গেমসে প্রথম রুপা জিতলেন। পদক জেতার পর রিনা আবেগ আপ্লুত কণ্ঠে বললেন, সত্যিই আমার ভালো লাগছে যা ভাষায় প্রকাশ করতে পারছি না।

শুধু রুপা নয়, কুস্তিতে মেয়েদের ৬৫ কেজিতে তামা জেতেন সোমা চৌধুরী ও ৪৮ কেজি ওজনে নদী চাকমা। এদিকে সাঁতারে সোনার প্রত্যাশা করে গেলেও দ্বিতীয় দিনে বাংলাদেশকে তামা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। ড. জাকির হোসেন অ্যাকুয়াটিক কমপ্লেক্সে অনুষ্ঠিত সাঁতারে মেয়েদের ২০০ মিটার ব্রেষ্টস্টোকে তামা জেতেন রোমানা আক্তার। পুরুষদের একই বিভাগে তামা জেতেন শরিফুল ইসলাম। পুরুষদের ২০০ মিটার ফ্রি স্ট্রাইলে তামা জেতেন বাংলাদেশ সেরা সাঁতারু মাহফিজুর রহমান সাগর। ৪–১০০ মিটার পুরুষ রিলেতে তামা জিতে বাংলাদেশ। সোনা না জেতায় দক্ষিণ কোরিয়ার কোচ পার্ক বলেন, সারা বছর ছেলেদের প্রশিক্ষণে রাখা গেলে সোনা জেতা কোনো ফ্যাক্টর হবে না। তিনি তার শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট। এসএ গেমসের শুরু থেকেই পদক তালিকায় শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় দিনে তারা ১৪ সোনা, ৫ রুপা জিতেছে। বাংলাদেশ ১টি রূপা ৮টি তামা জিতেছে।

সর্বশেষ খবর