রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ফুটবলারদের আচরণে ক্ষুব্ধ সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলারদের আচরণে ক্ষুব্ধ সালাউদ্দিন

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ভরাডুবির পেছনে মূলত ফিটনেসের অভাব ও বিশৃঙ্খলাকে দায়ী করা হয়েছে। শেখ মো. আসলামের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন হয় ব্যর্থতা চিহ্নিত করতে। গত সপ্তাহে তদন্ত কমিটি রিপোর্ট জমা দেয় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের হাতে। গতকাল ফেডারেশনের নির্বাহী কমিটির যে সভা হয় এ রিপোর্ট নিয়ে আলোচনা হয়।  খেলোয়াড়দের বিশৃঙ্খলা দেখে সালাউদ্দিন হতবাক হয়ে যান। যে খেলোয়াড়রা দেশের প্রতিনিধিত্ব করেন তারা আন্তর্জাতিক টুর্নামেন্টে এতটা বিশৃঙ্খল কেন এনিয়েও প্রশ্ন তোলেন তিনি। ধারণা করা হয়েছিল নির্বাহী কমিটির বৈঠক থেকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসবে। না, কোনো সিদ্ধান্ত আসেনি। বাফুফে রিপোর্ট জমা দিয়েছে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির কাছে। তারা সুপারিশগুলো খতিয়ে দেখবেন কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় কিনা তা রিপোর্ট আকারে সভাপতির কাছে তুলে ধরবেন। এরপর নির্বাহী কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে উপস্থিত তদন্ত কমিটির এক সদস্য জানান, কেরালায় সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালে ৬/৭ জন খেলোয়াড় বিশৃঙ্খলায় জড়িয়ে পড়েন। কি ধরনের বিশৃঙ্খল করেছে তা আমরা বিস্তারিতভাবে রিপোর্টে তুলে ধরেছি। আমরা মনে করি তাদের শাস্তি দেওয়া না হলে জাতীয় দলের সামনে শৃঙ্খলা কেউ মানতে চাইবে না। তাহলে কি তাদের শাস্তি হচ্ছে। এ ব্যাপারে তিনি বলেন, এটা পুরোপুরি নির্ভর করছে ম্যানেজমেন্ট কমিটির ওপর।

সর্বশেষ খবর