রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
বসুন্ধরা বাংলাদেশ ওপেন

শিরোপা জিততে চান জোসি

ক্রীড়া প্রতিবেদক

শিরোপা জিততে চান জোসি

বসুন্ধরা বাংলাদেশ ওপেন এশিয়ান ট্যুরের প্রথম আসরে একটুর জন্য শিরোপা হাতছাড়া হয়ে গেছে ভারতীয় তরুণ গলফার কলিন জোসির। ১২ আন্ডার পার খেলে দক্ষিণ কোরিয়ার সুমিন লির সঙ্গে যৌথভাবে দ্বিতীয় হয়েছেন তিনি। সেবার ১৪ আন্ডার পার খেলে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিঙ্গাপুরের মারদান মামত। কুর্মিটোলা গলফ কোর্সে প্রথম রাউন্ড ভালো করতে পারেননি। কিন্তু শেষের তিন রাউন্ডে অসাধারণ খেলেছেন। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে তো জোসি ‘ঈগল’ পেয়েছিলেন। গলফে ‘ঈগল’ পাওয়া খুবই বিরল ঘটনা। নির্দিষ্ট কোনো হোলে পারের চেয়ে দুই শর্ট কম খেললেই কেবল ঈগল পাওয়া যায়। একটুর জন্য চ্যাম্পিয়ন হতে না পারলেও কুর্মিটোলা গলফ কোর্সের ১৪ নং হোলেই পর পর দুই দিন ঈগল পাওয়ার ঘটনা এখনো রোমাঞ্চিত জোসিকে। তবে আর একটু সতর্ক হলে হয়তো শিরোপাই জিতে যেতেন ভারতীয় এই তারকা গলফার। তবে এবার আর সুযোগ নষ্ট করতে চান না। বসুন্ধরা গলফে অংশ নিতে এবারও বাংলাদেশে আসছেন তিনি। এবার শিরোপায় দৃষ্টি জোসির। ১০-১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বসুন্ধরা বাংলাদেশ ওপেনের দ্বিতীয় আসর। ৩০ হাজার মার্কিন ডলার প্রাইজমানির এই আসরে কোর্সে নামার জন্য যেন উন্মুখ হয়ে আছেন জোসি। ২৩ বছর বয়সী গলফার বলেন, ‘গত বছর কুর্মিটোলায় আমার দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে। আমি খুবই ভালো খেলেছিলাম। যদিও একটুর জন্য শিরোপা জিততে পারিনি। তবে এবার এশিয়া ট্যুরে শিরোপা জয়ের প্রত্যাশা করছি।’ কুর্মিটোলা গলফ কোর্সের প্রশংসা করে জোসি বলেন, ‘এই কোর্সে খেলতে আমার খুবই ভালো লাগে। কুর্মিটোলা খুব বড় কোর্স নয়। তবে এখানে খেলতে আমার ভালো লাগবেই। বলে হিট করে সহজেই ফেয়ার ওয়েতে রাখা যায়। পাটিংও খুবই চমৎকার।’ গতবার বসুন্ধরা বাংলাদেশ ওপেন হয়েছিল বৃষ্টির মৌসুমে। কিন্তু এবার আবহাওয়া অনেক ভালো। জোসি বলেন, ‘ভালো খেললেও গত আসরে কন্ডিশন খুব ভালো ছিল না। তবে এবার কন্ডিশন অনেক ভালো। আশা করছি, ভালো কিছুই করব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর