রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
তিন ‘মোড়ল’ প্রসঙ্গে

নিশ্চুপ বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক

তিন মোড়লের আধিপত্য শেষ- এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে  দেশের মিডিয়ায়। আধিপত্য শেষের খবরে সন্তুষ্ট প্রকাশ করেছেন সবাই। ভারতীয় মিডিয়ায়ও এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। দুবাইয়ে আইসিসির সভা শেষে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ফিরে কথা বলেছেন আইসিসির সভায় গৃহীত নানা সিদ্ধান্ত নিয়ে। সেখানে বিসিবি সভাপতি জানিয়েছেন, সভায় তিন মোড়ল নিয়ে তেমন কোনো কথা হয়নি।   

দুবাইয়ের সভায় আইসিসির গঠনতন্ত্র ও প্রশাসনিক কাজে ব্যাপক সংশোধন আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের পর পরই বলা হচ্ছে তিন মোড়ল ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের আধিপত্য শেষ এবং আধিপত্যের সমাপ্তি হবে এ বছর জুনে।

তিন মোড়লের আধিপত্যে সমাপ্তির প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘বিগ থ্রি নিয়ে আইসিসির সভায় তেমন কিছুই হয়নি।’ নতুন সিদ্ধান্ত অনুযায়ী আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হবেন ভোটে। প্রার্থীকে অবশ্যই আইসিসির কার্যকরী পরিষদের সদস্য হতে হবে, কিংবা আগের কমিটিতে থাকার রেকর্ড থাকতে হবে। এছাড়া প্রার্থী হতে পূর্ণ সদস্য দুই দেশের সমর্থনও থাকতে হবে।

চেয়ারম্যান প্রসঙ্গে পাপন বলেন, ‘আইসিসির চেয়ারম্যানকে হতে হবে নিরপেক্ষ। যার চোখে সবাই সমান। তিনি নির্দিষ্ট কোনো দেশকে প্রতিনিধিত্ব করতে পারবেন না। এসব ভাবনা থেকেই আইসিসির চেয়ারম্যান পদে পরিবর্তন আনা হচ্ছে।

আইসিসির চেয়ারম্যান হওয়ার সঙ্গে সঙ্গে তার দেশের বোর্ডের সঙ্গে সম্পর্কচ্ছেদ হয়ে যাবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর