বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ফাইনালে ভারত

ক্রীড়া প্রতিবেদক

ফাইনালে ভারত

বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে সফল দল ব্রাজিল। ক্রিকেটে অস্ট্রেলিয়া। অবশ্য ভারতও কম যায় না। দেশটি সেরা যুবাদের ক্রিকেটে। যুব বিশ্বকাপের ১১ আসরের পাঁচটিরই ফাইনালে উঠেছে শচীন টেন্ডুলকার, রাহুর দ্রাবিড়, সুনীল গাভাস্কারের দেশ ভারত। তিনবারের চ্যাম্পিয়নরা অবশ্য পঞ্চম ফাইনাল খেলবে আগামী রবিবার। রেকর্ড পঞ্চমবার ফাইনালে উঠতে ঈশান কিশানের ভারতীয় যুবারা ৯৭ রানের হারিয়েছে ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কাকে। ফাইনালে ভারত প্রতিপক্ষ হিসেবে পাবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের জয়ী দলকে।

গ্রুপ পর্বের শতভাগ সাফল্য নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নেয় ২০০০, ২০০৮ ও ২০১২ সালের চ্যাম্পিয়ন ভারত। সেরা আটের লড়াইয়ে দুমড়ে মুচড়ে দেয় আসরের চমক জাগানো দল নামিবিয়াকে। টানা জয়ের গগণচুম্বী আত্মবিশ্বাস নিয়ে ভারত কাল মুখোমুখি হয় শ্রীলঙ্কার। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৭ রান করে ভারত। মারকাটারি ওপেনার রিশাভ পান্ত কাল ১৪ রানের বেশি করতে পারেননি। তবে ধারাবাহিকতার প্রতীক সরফরাজ খান কাল সর্বোচ্চ ৫৯ রান করেন ৬৫ বলে। প্রত্যয়ী ইনিংসটিতে ছিল ৬ চার ও একটি ছক্কা। ওয়াশিংটন সুন্দর করেন ৪৩ রান। লঙ্কানদের সফল বোলার ছিলেন আশিথা ফার্নান্দো। ৪৩ রানে ৪ উইকেট। ২৬৮ রানের টার্গেটে খেলতে নেমে ভারতীয় বোলারদের সাঁড়াশি আক্রমণে শ্রীলঙ্কা ১৭০ রানে অলআউট হয়ে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর