বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশ-নেপাল মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-নেপাল মুখোমুখি

২০০৬ সালে জয় ছাড়াই ইতালি বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল। পরে তারা চ্যাম্পিয়নও হয়। বাংলাদেশের ফুটবল ইতিহাসে আজ ব্যতিক্রমী এক ঘটনা ঘটতে পারে। গ্রুপে জয়ের মুখ না দেখেও সেমি ফাইনালে উঠে যাবেন রেজাউল-হেমন্তরা। ১২তম এসএ গেমসে ভুটানের বিপক্ষে ড্র করায়  এ অবস্থা দাঁড়িয়েছে। গেমসের ফুটবল ইভেন্টে এবার  আফগানিস্তান ও পাকিস্তান অংশ নিচ্ছে না। তাই দুই গ্রুপে বিভক্ত হয়ে ছয়টি দল পদক জিততে লড়ছে। নেপাল, ভুটান ও বাংলাদেশ ‘এ’ গ্রুপে। নেপাল প্রথম ম্যাচে ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে। এ অবস্থায় মঙ্গলবার ভুটান হারলেই রেজাউলদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত। ফুটবলে সংকটাপন্ন অবস্থা, তারপরও ভুটানের বিপক্ষে বাংলাদেশ জয় পাবে অনেকে নিশ্চিত ছিলেন। কোনো টুর্নামেন্টেই বাংলাদেশের বিপক্ষে ভুটান জিততে পারেনি। সাফ চ্যাম্পিয়নশিপে আফগানিস্তান ও মালদ্বীপের কাছে হেরে মামুনুলরা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। কিন্তু ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছিল। এসএ গেমসে ভুটান যে শক্তিশালী দল নয় তার প্রমাণ মিলেছে নেপালের কাছে বিধ্বস্ত হয়ে। অথচ সেই ভুটান কিনা ড্র করে বাংলাদেশকে রুখে দিল। প্রথমে গোল করে তারা এগিয়েও যায়। শেষ পর্যন্ত জীবনের গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। প্রথম ম্যাচে জয় পেয়ে নেপাল শেষ চারে ঠাঁই পেয়েছে। ঝুলে আছে বাংলাদেশ ও ভুটানের ভাগ্য। তবে সেমিতে রেজাউলদের যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আজ নেপালকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। ড্র করলেও গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে খেলবে। এমনকি হেরে গেলেও গোল পার্থক্যে বাংলাদেশ সেমিতে উঠতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর