বুধবার, ২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

চার পেসার খেলানোর পরিকল্পনা শেষ!

আসিফ ইকবাল

উত্তরার রোড দিয়ে দ্রুতগতিতে সাঁই সাঁই করে বেরিয়ে যাচ্ছে বাস, গাড়ি, অটোগুলো। ভীষণ তাড়া। থামার কোনো লক্ষণ নেই। ব্যস্ত জীবনে আরও বেশি ব্যস্ততা যেন! ঘড়ির কাঁটায় তখন একটা বাজে। সূর্য মধ্যগগনে। পিচ ঢালা রাস্তা থেকে গরম উত্তাপ বেরুচ্ছে। রাস্তার ধার ধরে এগিয়ে যাওয়া ফুটপাতে লোকজন হাঁটছেন ব্যস্ততা নিয়ে। এর মধ্যেই লা মেরিডিয়ান হোটেলের সামনে ছোট্ট  একটি জটলা। নিরাপত্তাকর্মীরা বাঁশি ফুকে সরিয়ে দিতে চাইছেন আমজনতাকে। কিন্তু উত্সুক জনতা কিছুতেই মানছেন না। বরং আরও জোটবদ্ধ হয়ে ঘিরে ধরছেন। সবাই অপেক্ষা করছেন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিকদের দেখবেন বলে। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে যখন মাশরাফিরা বেরুলেন, তখন কেউ একজন হঠাৎ বলে উঠেন, ‘দলে মুস্তাফিজ নাই!’ মুস্তাফিজ দলে নেই শুনেই উৎসাহ কমে গেল জনতার। জটলা ভেঙে মাশরাফিদের বাসটিকে বেরিয়ে যেতে দিল অনায়াসে। ডান পেশীতে টান পড়ায় টি-২০ এশিয়া কাপ থেকে সরে দাঁড়াতে হয়েছে ‘বিস্ময় বোলার’ মুস্তাফিজকে। মুস্তাফিজ সরে দাঁড়ানোয় পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে বাংলাদেশ বেশ বড়সড় ধাক্কা খেল। মুস্তাফিজ নেই বলেই আজ পাকিস্তানের বিপক্ষে জীবন মরণ লড়াইয়ে চার পেসারের পরিকল্পনা থেকে সরে দাঁড়াচ্ছে বাংলাদেশ।

গত বছর পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল মাশরাফি বাহিনী। ওই সিরিজে খেলেননি মুস্তাফিজ। তবে টি-২০ ম্যাচটিতে খেলেছিলেন এবং ২ উইকেটও নিয়েছিলেন বাঁ হাতি কাটার বোলার। আজকের ম্যাচে মুস্তাফিজ না থাকায় বাংলাদেশের বোলিং আক্রমণ বেসামাল না হলেও শক্তি হারিয়েছে কোনো সন্দেহ নেই। মুস্তাফিজ না থাকায় আজ আবু হায়দার রনির অভিষেক হওয়ার সম্ভাবনা ছিল। যদি চার পেসার খেলানোর পরিকল্পনা থাকে টিম ম্যানেজমেন্টের, তাহলেই খেলতে পারেন রনি। কিন্তু কোচ চন্ডিকা হাতুরাসিংহে স্পষ্ট করেই জানিয়েছেন, দলে একজন পেসার ইনজুরড থাকলে চার পেসার খেলাবেন না, ‘দলে যদি একজন পেসার আহত হন, তাহলে আমরা চারজন পেসার খেলাব না।’ তার মন্তব্যেই স্পষ্ট, রনির ভাগ্যে অজ শিকেয় ছিড়ছে না।

মুস্তাফিজ নেই। বেশ বড়সড় ধাক্কা টাইগারদের। তবে সুখবরও যে নেই, তা নয়। পুত্র সন্তানের গর্বিত বাবা তামিম ইকবাল ফিরেছেন।

সর্বশেষ খবর