রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

‘লড়াই হবে হাড্ডাহাড্ডি’

‘লড়াই হবে হাড্ডাহাড্ডি’

রবি শাস্ত্রী

মুখোমুখি লড়াইয়ে ভারত এগিয়ে। তার পরও আজকের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছেন ভারতীয় দলের পরিচালক রবি শাস্ত্রী। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে শাস্ত্রীর বলা কথাগুলো সংক্ষেপে তুলে ধরা হলো—

প্রশ্ন: ফাইনালে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ বাংলাদেশ, বিষয়টিকে কীভাবে  দেখছেন?

রবি শাস্ত্রী: ফাইনালটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এ টুর্নামেন্টে বাংলাদেশ দারুণ খেলছে। প্রথম আমরা তো চাপের মধ্যেই পড়ে গিয়েছিলাম। কিন্তু  শেষের ১০ ওভারে খেলায় ফিরে এসেছি। তবে ক্রিকেটে প্রতিটি ম্যাচই কঠিন। আমাদের ছেলেরা ভালোই খেলছে।

প্রশ্ন: স্থানীয় দর্শকের চিৎকার ভারতকে সমস্যায় ফেলবে কি না?

শাস্ত্রী: এতে আমরা অভ্যস্ত। দর্শকরা চিৎকার করবেই। তাতে কি যায় আসে! এ পর্যায়ে খেলতে হলে এসব বিষয় মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। এর মধ্যে থেকেও নিজের সুবিধাটুকু আদায় করে নিয়ে ভালো খেলতে হবে।

প্রশ্ন: ফাইনালে কেমন পিচ হলে ভালো হবে?

শাস্ত্রী: পিচ কেমন হবে সেটা আমাদের আয়ত্বের মধ্যে নেই। টুর্নামেন্ট যখন শুরু হয় তখন উইকেটে অনেক সবুজ ঘাস ছিল। এটা নিয়ে আমরা ভাবছি না। তবে উইকেট যেমনই হোক না কেন ভালো খেলতে হবে। যে কোনো কন্ডিশনেই আমরা ভালো খেলতে চাই।

প্রশ্ন: ভারত টি-২০ নির্ভীকভাবে ক্রিকেট খেলে। ফাইনালেও পরিকল্পনা একই রকম থাকবে কি না?

শাস্ত্রী: আমরা এখন টি-২০তে এক নম্বর দল। এটা একদিনে সম্ভব হয়নি। ধীরে ধীরে এখানে আসতে হয়েছে। ক্রিকেটার টি-২০ খেলা উপভোগ করছে। এতদিন আমরা যেভাবে খেলেছি, ফাইনালও একইভাবে খেলব।

প্রশ্ন: ‘তাসকিনের হাতে ধোনির মাথা’ এ ছবি সম্পর্কে কিছু বলেন?

শাস্ত্রী: সব পত্রিকা তো আর পড়া হয় না। এটা সাধারণ মানুষ পড়ে। আমরা এখানে খেলতে এসেছি, তাই খেলাতেই মনোযোগ দিতে চাই। ম্যাচ চলাকালীন পত্রিকা পড়ার অভ্যাস নেই।

প্রশ্ন: পাকিস্তান দল আগের মতো নেই। এখন কি উপ-মহাদেশে বাংলাদেশ-ভারত লড়াইটা বাড়তি রোমান্স তৈরি করছে?

শাস্ত্রী: উপ-মহাদেশের প্রতিটি দলই অনেক ভালো ক্রিকেট খেলছে। তবে এটা ঠিক যে ক্রিকেটে উত্থান-পতন আছে। এই বাংলাদেশের মাটিতেই তো কিছু দিন আগে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। এখন বাংলাদেশ অনেক ভালো খেলছে। খুব বেশি দিন আগের কথা নয়, পাকিস্তানও সেরা দুই দলের মধ্যেই ছিল। এখন ভারত ভালো করছে। তাই উপ-মহাদেশের  কোনো দলকেই ছোট করে দেখার উপায় নেই। পাকিস্তানও খুব দ্রুত ভালো করবে।

সর্বশেষ খবর