রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

চোখ থাকবে সাব্বির কোহলির ওপর

ক্রীড়া প্রতিবেদক

চোখ থাকবে সাব্বির কোহলির ওপর

পুরো দেশ চেয়ে থাকবে মিরপুরের দিকে। এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ-ভারত মুখোমুখি হচ্ছে আজ। ২০১২ সালেও ফাইনাল খেলেছিল বাংলাদেশ। দুর্ভাগ্যক্রমে ট্রফি জিততে পারেনি। পাকিস্তানের কাছে দুই রানে হেরে যায়। গড়া হয়নি নতুন ইতিহাস। এবার আর ব্যর্থতার পুনরাবৃত্তি করতে চায় না। দেশকে স্বপ্নের ট্রফি উপহার দিতে ক্রিকেটাররা জান-প্রাণ দিয়ে লড়বেন। ক্রিকেটে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। ফাইনালে প্রতিপক্ষ ভারত, তাই সব ক্রিকেটারকে সেরা পারফরম্যান্স প্রদর্শন করতে হবে। নচেৎ শিরোপা জেতাটা অসম্ভব হয়ে পড়বে।

এবার এশিয়া কাপে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ চোখ ধাঁধানো নৈপুণ্য প্রদর্শন করছে। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও পাকিস্তানকে বিধ্বস্ত করে ফাইনালে জায়গা করে নিয়েছে। আমিরাতকে তো দাঁড়াতেই দেয়নি।

সব খেলোয়াড় নিয়েই আগ্রহ রয়েছে ক্রিকেটপ্রেমীদের। কিন্তু আলাদাভাবে চোখ পড়ে থাকবে সাব্বির রহমান রুম্মনের দিকে। তামিমের যোগ্যতা নিয়ে কারও দ্বিমত নেই। সৌম্য সরকারও কম যায় না। তবে এবার এশিয়া কাপে সাব্বিরের ব্যাটে যেন আগুন জ্বলছে। শ্রীলঙ্কার বিপক্ষে তার অসাধারণ ব্যাটিংই দলকে দেখিয়েছে জয়ের মুখ। সাব্বির এখন প্রতিপক্ষ বোলারদের কাছে আতঙ্কের নাম। আজ ফাইনালে তার দায়িত্ব অনেক। ভারতীয় বোলারদের তুলাধোনা করবে এ বিশ্বাস অনেকেরই। ভারতীয় কোচও বলছেন সাব্বিরকে নিয়ে তাদের আলাদা পরিকল্পনা রয়েছে। অন্যদিকে ভারতের বিরাট কোহলিও এশিয়া কাপে আস্থার পরিচয় দিয়েছেন। সত্যি বলতে কি ভারত বিগ স্কোর গড়তে পারবে কিনা তা নির্ভর করছে কোহলির নৈপুণ্যের ওপর। বাংলাদেশে যেমন সাব্বির তেমনি ব্যাটিংয়ে ভারতের কোহলিকে প্রাণভোমরা বলা যায়।

সর্বশেষ খবর