রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

উয়েফাকে বিদায় ইনফান্তিনোর

ক্রীড়া ডেস্ক

ফিফা সভাপতি হওয়ার পর উয়েফার নির্বাহী কমিটির বৈঠকে অংশ নিতে এক বিরল দৃষ্টান্তই স্থাপন করলেন ইনফান্তিনো। তিনি জেনেভা থেকে ব্রিস্টল পৌঁছতে সবচেয়ে কম খরচের ফ্লাইট ব্যবহার করেছেন। ইচ্ছা করলে সরাসরি কার্ডিফ যেতে পারতেন। কিন্তু ব্রিস্টল থেকে তিনি ট্রাফিক পেরিয়েই কার্ডিফ পৌঁছেছেন। ইনফান্তিনো ইজিজেটের ফ্লাইট ব্যবহারের কারণ হিসেবে বলেছেন, ‘ইজিজেটের ফ্লাইট ব্যবহার করেছি, কারণ ব্রিস্টল আসতে এটাতেই সবচেয়ে কম খরচ হয়। আর আমি সব সময়ই সেরা বিকল্পটাই বেছে নিই।’ উয়েফা সেক্রেটারি জেনারেলের পদকে বিদায় জানাতেই মূলত কার্ডিফ গিয়েছিলেন ইনফান্তিনো। তার স্থলাভিষিক্ত হয়েছেন থিওডোর। ২৬ ফেব্রুয়ারি ফিফা সভাপতি নির্বাচিত হন ইনফান্তিনো। এরই মধ্যে ফুটবল দুনিয়ার সমর্থন আদায় করেছেন তিনি।

সর্বশেষ খবর