রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

আলোচনায় উইকেট

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটে সব সময়ই উইকেট বা পিচ একটা বড় ফ্যাক্টর। এই পিচের ধরনের কথা চিন্তা করেই দুই দল তাদের একাদশ সাজায়। তবে উইকেট অবশ্যই স্বাগতিক দল তাদের মনের মতো করে তৈরি করার সুযোগ পায়। তাই উইকেটের কথা চিন্তা করলেই আজ ফাইনালে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ। কিন্তু আজকের উইকেট ব্যাটিং সহায়ক হবে না কি?

আজ বাংলাদেশ যে উইকেটে খেলবে সেখানে হালকা সবুজ ঘাস থাকলেও প্রথম ম্যাচের উইকেটের মতো হবে। এখানে  দেখা যেতে পারে অপ্রত্যাশিত বাউন্স। এমন উইকেটে সাধারণত পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। তবে এখানে নিচু হয়ে আসা স্পিন বল খেলাও কঠিন হয়ে যাবে। বাংলাদেশ দলের পেস আক্রমণের কথা চিন্তা করেই এমন উইকেট তৈরি করা হয়েছে।

তবে মনের মতো উইকেট না হলেও তা নিয়ে কোনো আক্ষেপ নেই ভারতীয় দলের। বরং নিজেদের সেরাটা উজাড় করে দিতেই তারা প্রস্তুত। গতকাল ভারতীয় টিম ডিরেক্টর রবি শাস্ত্রী বলেন, ‘যে কোনো উইকেটে ভালো করার সামর্থ্য আমাদের আছে। তাই উইকেট নিয়ে আমরা ভাবছি না।’ মাশরাফি বলেন, ‘খেলা যেহেতু নিজের মাঠে তাই উইকেট ভালোই হবে। তবে ভালো করতে হলে ভালো খেলতে হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর