শিরোনাম
রবিবার, ১৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

আফগানিস্তান সুপার টেনে

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তান সুপার টেনে

সুপার টেনে উঠে গেল আফগানিস্তান। জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান আউট হওয়ার পর উৎসবে মেতেছে তারা — ইন্টারনেট

ম্যাচটি ছিল অলিখিত ফাইনাল। চূড়ান্ত পর্বে খেলতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের যে কোনো একটি দলকে জিততেই হবে। এমন সমীকরণের অলিখিত ফাইনালে কাল টেস্ট দেশ জিম্বাবুয়েকে দাঁড়াতেই দিল না আইসিসি সহযোগী দেশ আফগানিস্তান। ৫৯ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা তিন জয়ে জায়গা নিল টি-২০ বিশ্বকাপের সুপার টেনে। সুপার টেনে আফগানিস্তান খেলবে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দুই দল বাছাইপর্বের ম্যাচটি খেলতে নামে নাগপুরের বিদর্ভ স্টেডিয়ামে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান করে আফগানিস্তান। ৬ নম্বরে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন অলরাউন্ডার মোহাম্মদ নবী। ৫২ রানের ঝরঝরে ইনিংসটি খেলেন মাত্র ৩২ বলে ৪ চার ও ২ ছক্কায়। এছাড়া মোহাম্মদ শেহজাদ ৪০ ও সামিলউল্লাহ সেরওয়ানী খেলেন ৪৩ রানের প্রত্যয়ী ইনিংস। ১৮৭ রানের টার্গেটে খেলতে নেমে লেগ স্পিনার রশিদ খানের ঘূর্ণিতে ১২৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ১৫ রান করেন সিকান্দার রাজা। এ নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টানা পাঁচটি ম্যাচ জিতল আফগানিস্তান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর