বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা

তামিমের পর সাকিব

ক্রীড়া প্রতিবেদক

তামিমের পর সাকিব

সর্বশেষ পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছিলেন ১৫ ম্যাচ আগে। সেটা আবার পাকিস্তানের বিপক্ষে। ২০১৫ সালের ২৪ এপ্রিল মিরপুর স্টেডিয়ামে খেলেছিলেন ম্যাচজয়ী ৫৭ রানের অপরাজিত ইনিংস। ওই ইনিংসটির পরই ফর্ম হারিয়ে ফেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে রানে ফিরতে চেষ্টার কমতি ছিল না সাকিব আল হাসানের। কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছিল না। অবশেষে বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যাট হাসল। হাসতে পারল না বাংলাদেশ। ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে টি-২০ বিশ্বকাপের সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে গেল ৫৫ রানের বড় ব্যবধানে। হারলেও ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি সাকিবের ৫০ রানের অপরাজিত ইনিংস। ইনিংসটি খেলার পথে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে হাজার রানের মাইলফলক গড়েছেন। ৫১ ম্যাচ ক্যারিয়ারের ষষ্ঠ হাফসেঞ্চুরির ইনিংস খেলা সাকিবের রান এখন ১০৪৬। হাফসেঞ্চুরির ইনিংসটি খেলতে সাকিবের বল খরচ হয়েছিল ৪০টি এবং যাতে ছিল ৫টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। অপর দিকে ৫০ ম্যাচ ক্যারিয়ারে তামিমের রান ১১১৬। ওমানের বিপক্ষে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলে প্রথম বাংলাদেশি হিসেবে হাজার রানের মাইলফলক গড়েছিলেন তামিম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর