বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা

গেইলের ছক্কার ঝড়

ক্রীড়া প্রতিবেদক

ক্রিস গেইল খেলবেন আর ব্যাটিংয়ে ঝড় উঠবে না, তা কি হয়? এবার টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেই ঝড় তুললেন ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান। ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করে বুঝিয়ে দিলেন টি-২০তে তার যোগ্যতা। গতকাল মুম্বাইয়ে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডও রানের বন্যা বইয়ে দেয়। ২০ ওভারে তারা ৬ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে। রুট  সর্বোচ্চ ৪৮ রান করেন। ১৮২ রান জেতার জন্য যথেষ্ট। তারপর আবার দলীয় ৪ রানের মাথায় চার্লস আউট হয়ে গেলে ইংলিশরা হয়তো ধরেই নিয়েছিল বিজয়ের উৎসবে মাতবেন তারা। কিন্তু সেই উৎসব বেদনায় পরিণত হয়েছে গেইল তাণ্ডবে। ৪৭ বলে ১১ ওভার বাউন্ডারি ও ৫ বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তার এ দৃঢ়তায়  ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ১৮৩ রান তুলে নিয়ে জয় দিয়েই বিশ্বকাপ শুরু করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর