শিরোনাম
শনিবার, ১৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

অপ্রতিরোধ্য নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের চমক চলছেই আইসিসি টি-২০ বিশ্বকাপে। লো স্কোরিং প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয়ে শুরু করেছিল কিউইরা। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ রানে দারুণ এক জয় পেয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেছে নিউজিল্যান্ড। আর এক ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে কিউইদের। গতকাল টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করেন উইলিয়ামসনরা। গাপটিল ৩৯, এলিয়ট ২৭, উইলিয়ামসন ২৪ ও মুনরো ২৩ রান সংগ্রহ করেছেন। অস্ট্রেলিয়ার পক্ষে ২টি করে উইকেট শিকার করেছেন ফকনার ও ম্যাক্সওয়েল। এ ছাড়াও ১টি করে উইকেট শিকার করেছেন ওয়াটসন ও মার্শ। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

 উসমান খাজার ৩৮, মার্শের ২৪ আর ম্যাক্সওয়েলের ২২ রানের পরও জয়ের দেখা পায়নি অসিরা। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মিচেল। এ ছাড়াও ২টি করে উইকেট নেন অ্যান্ডারসন ও স্যান্টার। ১টি উইকেট শিকার করেন সোধি। ম্যাচসেরার পুরস্কার পান মিচেল। এ জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে সুপার টেনের ২ নম্বর গ্রুপে শীর্ষে অবস্থান করছে নিউজিল্যান্ড। এ গ্রুপে বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাকি কিউইদের। এর মধ্যে একটি জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে নিউজিল্যান্ডের।

 

নিউজিল্যান্ড ইনিংস: ১৪২/৮, ২০ ওভার; অস্ট্রেলিয়া ইনিংস : ১৩৪/৯, (২০ ওভার)

সর্বশেষ খবর