শিরোনাম
শনিবার, ১৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ব্যাটিং উইকেট ব্যাঙ্গালুরুতে

ক্রীড়া ডেস্ক

ব্যাঙ্গালুরুর চিনস্মামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্ন টিকে থাকার ম্যাচ খেলবে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচ ২১ মার্চ। ম্যাচটি যেখানে হবে, সেটা আবার বেশ পরিচিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের। মাশরাফি এখানে খেলেছেন এশিয়া একাদশের পক্ষে এবং সাকিব নিয়মিত খেলছেন আইপিএলে। তাই কলকাতার ইডেন গার্ডেনের চেয়ে অনেক বেশি পরিচিত ব্যাঙ্গালুরুর চিনস্মামী মাঠ। এই মাঠে মাশরাফিদের প্রবল প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার পেস বোলিং। অবশ্য পিছিয়ে থাকবে না বাংলাদেশও। মুস্তাফিজ, মাশরাফি, আল-আমিন, তাসকিনরা কম যাবেন না। ব্যাটিং ও বোলিংয়ের ক্রিকেটীয় দ্বৈরথে চিনস্মামী মাঠে রান উঠবে বলেই ইঙ্গিত দিয়েছেন কিউরেটর প্রশান্ত রাও। যদিও এই মাঠে এখন পর্যন্ত একটি টি-২০ ম্যাচ হয়েছে। এই মাঠে মাশরাফিরা ম্যাচ খেলবেন দুটি। ২১ মার্চ অস্ট্রেলিয়া ও ২৩ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ। এখানে অবশ্য দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ মহিলা দল।

সর্বশেষ খবর