রবিবার, ২৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ব্রাজিলকে রুখে দিল উরুগুয়ে

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলকে রুখে দিল উরুগুয়ে

গোলের পর উরুগুয়ের সুয়ারেজের উল্লাস —এএফপি

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন লুইস সুয়ারেজ। তার ফেরাটা উরুগুয়ের জন্য শুভকরই হলো। ব্রাজিলের মাঠে ২-০ গোলে পিছিয়ে থেকেও ২-২ ব্যবধানে ড্র করেছে উরুগুয়ে। এডিসন কাভানি ও সুয়ারেজের গোলে এ ড্র নিয়ে বাড়ি ফিরে উরুগুইয়ানরা। ডগলাস কস্তা আর রেনাতো অগাস্তোর গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। তবে সুয়ারেজ-কাভানির দুর্দান্ত ফুটবল ব্রাজিলকে জয় নিয়ে মাঠ ছাড়তে দেয়নি। এ ড্রয়েও অবশ্য ল্যাটিন অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট তালিকার তিন নম্বরে থাকল ব্রাজিল। ৫ ম্যাচে সিলেকাওরা ৮ পয়েন্ট সংগ্রহ করেছে। সমান পয়েন্ট রয়েছে প্যারাগুয়ে ও আর্জেন্টিনারও। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় প্যারাগুয়ে চার নম্বরে আর আর্জেন্টিনা পাঁচ নম্বরে অবস্থান করছে। এদিকে আন্তর্জাতিক প্রীতিম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি মিসে হেরেছে পর্তুগাল। বুলগেরিয়ার কাছে ১-০ গোলের পরাজয়ের শিকার হয়েছে পর্তুগিজরা। অন্যদিকে টোটাল ফুটবলের জনক ইয়োহান ক্রুইফকে সম্মান জানাতে নেদারল্যান্ডস-ফ্রান্স ম্যাচ ১৪ মিনিট পর এক মিনিট বন্ধ ছিল। এ ম্যাচে ৩-২ গোলে নেদারল্যান্ডসকে হারিয়েছে ফরাসিরা। ক্রুইফ ডাচদের ১৯৭৪ বিশ্বকাপের ফাইনালে নিয়ে গিয়েছিলেন অনেকটা একাই। দীর্ঘদিন ক্যান্সারে ভোগে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন গত বৃহস্পতিবার।

সর্বশেষ খবর