সোমবার, ২৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

আফগানিস্তানের ঐতিহাসিক জয়

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানের ঐতিহাসিক জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আফগান ক্রিকেটারদের বাঁধভাঙা উল্লাস —এএফপি

বিশ্বকাপ ক্রিকেট খেলেছে। কিন্তু বাছাইপর্বের গণ্ডি পেরোতে না পারে খেলা হয়নি এশিয়া কাপের চূড়ান্ত পর্ব। তাই বলে ভেঙে পড়েনি আফগানিস্তান। বরং টি-২০ বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়ে ক্রিকেট খেলেছে এবং জয় দিয়ে মিশন শেষ করেছে। যা করতে পারেনি বাংলাদেশ। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান গতকাল নাগপুরে ৬ রানের ঐতিহাসিক জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। যদিও এই জয় আফগানিস্তানকে সেমিফাইনালে তুলতে পারেনি। কিংবা উড়তে থাকা ওয়েস্ট ইন্ডিজকেও স্থানচ্যুত করতে পারেনি। তারপরও আফগানিস্তানের জয়টি আইসিসি সহযোগী দেশগুলোর জন্য অনেক বড় প্রাপ্তি। টি-২০ ক্রিকেটে জিম্বাবুয়ের পর আরও একটি টেস্ট খেলুড়ে দেশকে হারালো আফগানিস্তান।

নাগপুরের বিধর্ভের স্পিন উইকেটে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন নাজিবুল্লাহ জারদান। ৪০ বলের ইনিংসটিতে ছিল ৪টি চার ও একটি ছক্কা। আফগানদের ইনিংসে দুই অঙ্কের রান করেন আরও দুজন। ওপেনার মোহাম্মদ শেহজাদ ২৪ রান করেন ২২ বলে ২ চার ও ১ ছক্কায়। ১৬ রান করেন অধিনায়ক আসগার স্ট্যানিকজাই। ক্যারিবীয়দের পক্ষে সফল বোলার ছিলেন সুনীল বদ্রি। ৪ ওভারের স্পেলে ১৪ রানে খরচে নেন ৩ উইকেট। আন্দ্রে রাসেল নেন ২৩ রানে নেন ২ উইকেট। টার্গেট ১২৪। পর্বত সমান নয়। এই কাজটি করতে দেইনি ডুইন ব্রাভো, মারলন স্যামুয়েলসদের। কাল অবশ্য খেলেননি ক্রিস গেইল। গেইলের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওভার প্রতি ৬ রানের সামান্য ওপরে তাড়া করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থেমে যায় ১১৭ রানে। ওপেনার জেমস চার্লস ২২ রান করেন ১৫ বলে। ফ্লেচার অপরাজিত থাকেন ১১ রানে। শেষ দিকে অলরাউন্ডার ডুইন ব্রাভো ২৮ রানের ইনিংস খেললে হারের ব্যবধান কমে। তরুণ লেগ স্পিনার রশিদ খান ২৬ রানে নেন ২ উইকেট। মোহাম্মদ নবী ২ উইকেট নেন ২৬ রানে।

আফগানিস্তান ইনিংস : ১২৩/৭, ২০ ওভার;

ওয়েস্ট ইন্ডিজ ইনিংস : ১১৭/৮, ২০ ওভার;

সর্বশেষ খবর