সোমবার, ২৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত ম্যাচ তদন্ত দরকার

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-ভারত ম্যাচ তদন্ত দরকার

পাকিস্তানের তৌসিফের দাবি

টি-২০ বিশ্বকাপে সুপার টেনে চার ম্যাচই হেরেছে বাংলাদেশ। পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে হার নিয়ে প্রশ্ন ওঠেনি। কিন্তু ভারতের বিপক্ষে জেতা ম্যাচে বাংলাদেশের হার নিয়ে সামাজিক যোগাযোগে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। ৩ বলে ২ রান দরকার, অথচ টানা তিন উইকেট পড়ায় শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে ম্যাচে ১ রানে জিতে যায় ভারত। টি-২০ ক্রিকেটে ভারতের শক্তি অজানা নয়। সেই ক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে ধোনিরাই ছিলেন ফেবারিট। ম্যাচ জয়ের সম্ভাবনা তাদেরই ছিল। কিন্তু ব্যাঙ্গালুরুতে পুরো ম্যাচ নিয়ন্ত্রণে রেখে শেষ তিন বলে মুশফিক, মাহমুুদুল্লাহ ও মুস্তাফিজের আউটকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মনে নানা রকম সন্দেহ জেগেছে।

ক্রিকেটপ্রেমী নয়, পাকিস্তানের সাবেক স্পিনার তৌসিফ আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ-ভারত ম্যাচ আইসিসির তদন্ত করা উচিত। তিনি বলেন, ক্রিকেটে ১ রানে জয় অবিশ্বাস্য কোনো ঘটনা নয়। কিন্তু বাংলাদেশের এ হারকে আমি অস্বাভাবিকই বলব। অনেকের মতো আমিও সন্দেহ করছি বাংলাদেশ হেরেছে না ভারতকে ছেড়ে দিয়েছে। তৌসিফ বলেন, এ সন্দেহের যথেষ্ট কারণও রয়েছে। শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১১ রান। ক্রিজে তখন  দুই প্রতিষ্ঠিত ব্যাটসম্যান মুশফিক ও মাহমুদুল্লাহ। প্রথম বলে সিঙ্গেল তারপর মুশফিকের টানা দুই বাউন্ডারি। এ অবস্থায় বাংলাদেশ হারবে তা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। ৩ বলে ২ রান, অথচ বাউন্ডারি মারতে গিয়ে মুশফিক ক্যাচ আউট। মনে হচ্ছিল ক্যাচটা মুশফিক তুলে দিতে অপেক্ষা করছিলেন। ধোনি ওই জায়গায় ফিল্ডার রাখলেন। তারপরও মাহমুদুল্লাহ ওখানেই বাউন্ডারি মারতে গিয়ে আউট। নিশ্চয় তার চোখ বন্ধ ছিল না। শেষ বলে মুস্তাফিজ ব্যাট ফেললেই ক্রিজে পৌঁছে যেতেন। ধোনি দৌড় দিয়ে স্ট্যাম্প ভেঙেছেন। ওই সময় মুস্তাফিজ অনায়াসে ব্যাট টাচ লাইন পার করতে পারতেন। পারলেন না বলেই ভারতের নাটকীয় জয়। হয়তো ভারতের জয় স্বাভাবিকই ছিল। কিন্তু সন্দেহ যখন উঠেছে অবশ্যই ম্যাচটি তদন্ত করা উচিত। এ থেকে হয়তো বা রহস্য বের হয়ে আসবে। 

সর্বশেষ খবর