সোমবার, ২৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

কোহলি ম্যাজিকে ভারত সেমিতে

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আফগানিস্তানের চমক

ক্রীড়া প্রতিবেদক

কোহলি ম্যাজিকে ভারত সেমিতে

হাফ সেঞ্চুরি করার পর দর্শকদের অভিনন্দনের জবাব দিচ্ছেন কোহলি —এএফপি

জিতলেই সেমিফাইনাল। জয়ের বিকল্প ছিল না। ভারত ও অস্ট্রেলিয়া দুই দলের কাছেই ম্যাচটি ছিল তাই জীবন বাজির। এমন কঠিন সমীকরণ যেখানে, সেখানে চাপে থাকা স্বাভাবিক। সেই চাপের মধ্যে অসাধারণ ক্রিকেট খেলে সেমিফাইনালে জায়গা নিয়েছে স্বাগতিক ভারত। ওয়ানডে ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় দিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। তার ৮২ রানের সময়োপযোগী ও প্রত্যয়ী ব্যাটিং ভারতকে উপহার দেয় ৬ উইকেটের জয়। ভারতের জয়ে টি-২০ বিশ্বকাপের শিরোপা অধরাই রয়ে গেল অস্ট্রেলিয়ার।    

চণ্ডীগড়ের মোহালিতে গতকাল জীবন বাজির লড়াইয়ে প্রথম ব্যাট করে অস্ট্রেলিয়া ২০ ওভারে ১৬০ রান করে ৬ উইকেট খুঁইয়ে। সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার অ্যারন ফিঞ্চ। ৩৪ বলের ইনিংসটিতে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। আরেক ওপেনার ওসমান খাজা ২৬ রান করেন মাত্র ১৬ বলে, যাতে ছিল ৬ চার। মিডল অর্ডারে মিচেল মার্শ ২৮ বলে ৩১ রান করলে অস্ট্রেলিয়ার ইনিংস পৌঁছায় ১৬০। স্বাগতিকদের সফল বোলার ছিলেন হার্দিক পান্ডে। ৪ ওভারের স্পেলে তিনি ২ উইকেট নেন ৩৬ রানের খরচে। ১৬১ রানের টার্গেটে খেলতে নেমে ভারতকে একাই জয় উপহার দেন এ মুহর্তের বিশ্বসেরা ব্যাটসম্যান কোহলি। জয়ের জন্য শেষ ৩ ওভারে ৩৯ রান দরকার ছিল ভারতের। সেটা ৫ বল হাতে রেখেই করে ফেলে। উইনিং শট খেলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কোহলি ম্যাচসেরা ইনিংসটি খেলেন মাত্র ৫১ বলে ৯ চার ও ২ ছক্কায়। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ইংল্যান্ড। এদিকে দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক দেখিয়েছে আফগানিস্তান। বিশ্বকাপ ক্রিকেট খেলেছে। কিন্তু বাছাইপর্বের গণ্ডি পেরোতে না পারায় খেলা হয়নি এশিয়া কাপ। তাই বলে ভেঙে পড়েনি আফগানিস্তান। বরং আত্মবিশ্বাস নিয়ে খেলছে টি-২০ বিশ্বকাপ এবং জয় দিয়ে মিশন শেষ করেছে। আফগানিস্তান গতকাল নাগপুরে ৬ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তুলে নিয়েছে ঐতিহাসিক জয়।

অস্ট্রেলিয়া ইনিংস : ১৬০/৬, ২০ ওভার, ভারত ইনিংস : ১৬১/৪, ১৯.১ ওভার

সর্বশেষ খবর