মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

প্রশংসায় ভাসছে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক

টি-২০ বিশ্বকাপে সুপার টেনে চার ম্যাচ হেরেছে বাংলাদেশ। তারপরও বিশ্বজুড়ে মাশরাফিদের নিয়ে প্রশংসা। এবার প্রশংসায় ভাসছে আফগানিস্তান। বাছাইপর্ব থেকে বাদ পড়ায় ঢাকায় এশিয়া কাপে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারেনি আফগানিস্তান। খেলেছিল সংযুক্ত আরব আমিরাত।

সুপার টেনে দুর্দান্ত খেললেও শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে হার মানে। গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা হলেও কেউ ভাবতে পারেননি ওয়েস্ট ইন্ডিজকে হারাবে আফগানিস্তান। টানা তিন ম্যাচ জিতে ‘এ’ গ্রুপে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে ক্যারিবিয়রা। তাছাড়া ১২৪ রানের টার্গেট ওয়েস্ট ইন্ডিজদের কাছে মামুলিই ছিল। গেইল ছিল না, তাতে কি এই রানতো হেসে-খেলে ওয়েস্ট ইন্ডিজদের তোলার কথা। কিন্তু আফগানদের বিধ্বংসী বোলিং ও অসাধারণ ফিল্ডিং ওয়েস্ট ইন্ডিজকে থমকিয়ে দেয়। ৬ রানে জিতে যায় আফগানিস্তান। টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশকে হারানোরও রেকর্ড রয়েছে আফগানদের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়টা আফগানদের জন্য বড় প্রাপ্তি। পুরো কাবুলজুড়ে উৎসব চলছে। ক্রিকেট বিশ্লেষকরা আফগানদের এই জয়কে ঐতিহাসিক বলছে। বললেন, আফগানরা বিশ্বকে চমক দেখাল।

সর্বশেষ খবর