মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

আগস্টে কলকাতায় টেস্ট!

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ অভিষেক টেস্ট খেলে ২০০০ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। প্রতিপক্ষ ছিল সৌরভ গাঙ্গুলির ভারত। অভিষেকের পর গত ১৬ বছরে সব মিলিয়ে ৮টি টেস্ট খেলেছে দুই দল। মজার বিষয়, সবগুলো টেস্টই হয়েছে বাংলাদেশে। যদিও বাংলাদেশ বারংবার বলছিল, ভারতের মাটিতে টেস্ট খেলার কথা। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড শিডিউল মেলাতে পারেনি বলে ভারতের মাটিতে টেস্ট খেলা হয়নি বাংলাদেশের। এবার সেই অবস্থার পরিবর্তন হতে যাচ্ছে। আগামী আগস্টে এক টেস্ট ম্যাচ সিরিজ খেলতে ভারত যাওয়ার কথা বাংলাদেশের। ভেন্যু কিংবা তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে আগস্টের শেষ সপ্তাহে কলকাতার ইডেন গার্ডেনে হতে পারে টেস্ট ম্যাচটি। কিংবা অপরূপ সৌন্দর্যের ধর্মশালায়ও হতে পারে।

২০০০ সালে অভিষেক টেস্টে বাংলাদেশ হেরেছিল ৯ উইকেটে। দুই দল সর্বশেষ টেস্ট খেলে নারায়ণগঞ্জ ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। বৃষ্টিতে খেলাটি ড্র হয়। ৮ টেস্টের ৬টিতে ফল হয়েছে এবং সবগুলোই জিতেছে ভারত। বৃষ্টিভাগ্যে ড্র হয়েছে দুটি। ভারতে টেস্ট খেলার বিষয়টি চূড়ান্ত হয় বিসিসিআইয়ের সাবেক সভাপতি জগমোহন ডালমিয়ার ঐকান্তিক ইচ্ছায়। তিনি চেয়েছিলেন বলেই হচ্ছে। তবে ভেন্যু এখনো ঠিক হয়নি। প্রথমে শোনা গিয়েছিল দক্ষিণ ভারতের কোনো একটি ভেন্যুতে হবে। কারণ আগস্টে বৃষ্টি হয় না দক্ষিণ ভারতে। বাংলাদেশের আগ্রহ ‘নন্দনকানন’ ইডেনে। কিন্তু সে সময় পশ্চিম বঙ্গে বর্ষাকাল। তাই নতুন করে ভাবতে হচ্ছে টেস্ট ভেন্যু নিয়ে। বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী বলেন, ‘এখনো ভেন্যু চূড়ান্ত হয়নি। কলকাতায় আয়োজনের কথা চলছে। কিন্তু বর্ষাকাল বলে চিন্তা ভাবনা করা হচ্ছে।’   

শ্রীলঙ্কা ইনিংস : ১২০/১০, ১৯.৩ ওভার; দ. আফ্রিকা ইনিংস : ১২২/২, ১৭.৪ ওভার

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর