মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

দক্ষিণ আফ্রিকার সান্ত্বনার জয়

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকার সান্ত্বনার জয়

সেমিফাইনাল খেলার সুযোগ আগেই হারিয়েছে দুই দল। তাই দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার ম্যাচটির গুরুত্ব ছিল না বললেই চলে। গুরুত্ব না থাকার ম্যাচটি পরিণত হয় আনুষ্ঠানিকতায়। সেই আনুষ্ঠানিকতার ম্যাচটি সহজেই জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলার অপরাজিত ৫৬ রানে ভর করে ৮ উইকেটে জয়  পেয়েছে প্রোটিয়ারা।

এই জয় নিয়ে টি-২০ মিশন শেষ হয়েছে প্রোটিয়ারাদের। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ১৯.৩ ওভারে ১২০ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৩৬ রান করে সাবেক অধিনায়ক ও ওপেনার তিলকারত্নে দিলশান। দিলশানের ২০ বলের ইনিংসটিতে ছিল দুটি চার ও একটি ছক্কা। প্রোটিয়াদের পক্ষে দুটি করে উইকেট নেন কাইলি অ্যাবট, অ্যারণ ফাঙ্গিসো ও বেহারডিয়ান। টার্গেট ১২১ রান। আমলা ও নাথান ডি কক ১৫ রান যোগ করার বিচ্ছিন্ন হন। কক রান আউট হন ব্যক্তিগত ৯ রানে। তবে শেষ পর্যন্ত ৫৬ রানে অপরাজিত থাকেন আমলা। ৫২ বলের ইনিংসটিতে ছিল ৫টি চার ও একটি ছক্কা। অধিনায়ক ডুপ্লেসিস সাজঘরে ফিরেন ৩৬ রানে। এ বি ডি ভিলিয়ার্স অপরাজিত থাকেন ২০ রানে। 

সর্বশেষ খবর