মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

আট ফুটবলারকে নিয়ে নাটক

ক্রীড়া প্রতিবেদক

দল বদল শেষ। স্বাধীনতা কাপ দিয়ে আগামীকালই ফুটবলে নতুন মৌসুমে পর্দা ওঠার কথা। অথচ আট ফুটবলারকে নিয়ে নাটক এখনো শেষ হয়নি। মামুনুল ইসলাম, জামাল ভূঁইয়া, নাসির চৌধুরীরা যার যার নতুন ক্লাবের হয়ে অনুশীলনে ব্যস্ত। শেখ জামাল এই তিনজনসহ গত মৌসুমে আট ফুটবলারকে এখনো নিজেদের দাবি করে আদালত পর্যন্ত গেছে। গতকাল বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আটজনকে অন্য কোনো ক্লাবে খেলার অনুমতি না দেওয়ার জন্য বাফুফেকে নির্দেশ দেওয়ার পাশাপাশি রুল জারি করেন। তাতে এই আট খেলোয়াড়কে শেখ জামালে ফেরত না দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। অথচ গতকাল প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির যে সভা হয় সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, এবার আট ফুটবলার যে দলের হয়ে রেজিস্ট্রেশন করেছেন, সেখানেই খেলতে পারবেন। অর্থাৎ তাদের শেখ জামালে খেলা হচ্ছে না। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘হাইকোর্টের আদেশ আমাদের কাছে আসেনি। তাই আট ফুটবলার এবার যে দল বেছে নিয়েছেন সেখানেই খেলার অনুমতি দেওয়া হয়েছে’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর