বুধবার, ৩০ মার্চ, ২০১৬ ০০:০০ টা

পিছিয়ে গেল স্বাধীনতা কাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক

শিডিউল ঘোষণা করে বাফুফে কোনো আসর নামাতে পেরেছে এমন নজির কমই আছে। স্বাধীনতা কাপ দিয়েই আজ ঘরোয়া ফুটবলের পর্দা ওঠার কথা ছিল। কিন্তু তা আর হচ্ছে না। স্বাধীনতা কাপ পিছিয়ে দেওয়া হয়েছে। টুর্নামেন্ট পেছানোর মূল কারণ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতবারে খেলা তাদের আট খেলোয়াড়ই এবার বিভিন্ন দলে যোগ দিয়েছেন। কিন্তু শেখ জামালের আপত্তি রয়েছে। তাদের কথা আট ফুটবলারই শেখ জামালে খেলবে বলে অগ্রিম পেমেন্ট নিয়েছে। সুতরাং অন্য দলে যোগ দেওয়াটা অবৈধ। সোমবার প্লেয়ার্স স্টাটার্স কমিটি বৈঠকে অবশ্য আট ফুটবলারকে নতুন দলে খেলার অনুমতি দেয়।

এই কমিটি সিদ্ধান্ত নিলেও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আট ফুটবলারকে অন্য ক্লাবে খেলার অনুমতি না দেওয়ার পাশাপাশি রুল জারি করেন। তাতে এই আট ফুটবলারকে শেখ জামালে ফেরত না দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। হাইকোর্টের রুল জারির পর স্বাভাবিকভাবে স্বাধীনতা কাপ শুরু করা যায়নি। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসর মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। তবে বাফুফে সিনিয়র সহ-সভাপতি লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, ১ এপ্রিল থেকে স্বাধীনতা কাপ শুরু করব।

সর্বশেষ খবর