রবিবার, ১০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

‘প্লেয়ার্স বাই চয়েস’ আজ

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলের ক্যাম্প নেই। খেলাও নেই। অফুরন্ত সময় ক্রিকেটারদের। সবাই ছুটি কাটাচ্ছেন পরিবার পরিজন নিয়ে। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান অবশ্য এখন ভারতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলবেন সেখানে। ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা গেছেন ‘ভূ-স্বর্গ’ কাশ্মীরে সপরিবারে। পরিবার পরিজন নিয়ে সময় কাটাবেন নৈসর্গিক সৌন্দর্যে। তিন তারকা ক্রিকেটার যখন দেশের বাইরে, তখন আজ অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের ‘প্লেয়ার্স বাই চয়েজ’ প্রক্রিয়া। ২০১৫-১৬ মৌসুমের ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের আজ দল-বদল হবে লটারিতে । ১২টি ক্লাব দল গোছাবে ‘প্লেয়ার্স বাই চয়েজ’ প্রক্রিয়ায় অংশ নিয়ে। মোট আটটি ক্যাটাগরিতে ২০৭ জন ক্রিকেটার থেকে লটারির মাধ্যমে দলভুক্ত করবে ক্লাবগুলো। প্রক্রিয়াটি সকাল ১১টায় শুরু হবে লা মেরিডিয়ান হোটেলে।

টি-২০ বিশ্বকাপ শেষে ক্রিকেটারদের কোনো খেলা নেই। আগস্টে এক টেস্ট সিরিজ খেলতে ভারত যাবে টাইগাররা। এই ফাঁকা সময়টুকুকে কাজে লাগাতেই বিসিবি আয়োজন করছে ২০১৫-১৬ মৌসুমের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের। যদিও বিসিবির গোয়ার্তুমিতে একটি মৌসুম হারিয়ে গেছে কালের গর্ভে। অবশ্য এ নিয়ে কোনো সদূত্তর নেই বিসিবির। সদূত্তর না দিয়ে এবার ক্লাবগুলোর দাবির কাছে মাথা নত করে ক্রিকেটারদের চলতি মৌসুমের পারিশ্রমিক বেঁধে দিয়েছে বিসিবি। তাতে সর্বোচ্চ ৩০ লাখ টাকা ধার্য করা হয়েছে ‘আইকন’ ক্রিকেটারদের জন্য। সর্বনিম্ন সাড়ে ৩ লাখ টাকা পারিশ্রমিক নির্ধারিত হয়েছে ‘ই’ ক্যাটাগরির জন্য। ‘আইকন’ ক্যাটাগরির ক্রিকেটার সংখ্যা ৭, ‘এ’ প্লাস ক্যাটাগরিতে ৭ ক্রিকেটার রয়েছেন। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার সংখ্যা ১২। সব মিলিয়ে আট ক্যাটাগরিতে ২০৭ ক্রিকেটারের দল-বদল হবে। তিন বছর আগে ২০১২-১৩ মৌসুমে প্লেয়ার্স বাই চয়েজ প্রক্রিয়ায় দল-বদল হয়েছিল প্রিমিয়ার ক্রিকেটের। এবার পুরনো ধারাতেই দল-বদল হচ্ছে। এবার নতুনত্ব হচ্ছে, প্রতিটি ক্লাব পুরনো মৌসুমের দুজন ক্রিকেটারকে রেখে দিতে পারবে। শর্ত অনুযায়ী এই দুই ক্রিকেটার কোনোভাবেই ‘আইকন’ কিংবা ‘এ’ প্লাস ক্যাটাগরির হতে পারবে না। ক্লাবগুলো সর্বোচ্চ ১০ ক্রিকেটারকে দলভুক্ত করতে পারবে। শুরুতে ‘এ’ থেকে ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটারদের লটারিতে দলভুক্ত করবে ক্লাবগুলো। সবার শেষে অনুষ্ঠিত হবে ‘আইকন’ ও ‘এ’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটারদের লটারি। যেসব ক্রিকেটার অবিক্রীত থাকবে, তারা ‘ফ্র্রি ক্রিকেটার হিসেবে গণ্য হবেন। পরবর্তিতে ক্লাবগুলো নিজেদের চাহিদামতো ফ্রি ক্যাটাগরি থেকে ক্রিকেটার দলভুক্ত করবে।

পারিশ্রমিক

ক্যাটাগরি     টাকা

আইকন ৩০ লাখ টাকা

‘এ’ প্লাস     ২৫ লাখ টাকা

এ    ২২ লাখ টাকা

‘বি’ প্লাস     ১৮ লাখ টাকা

বি    ১৫ লাখ টাকা

সি    ১০ লাখ টাকা

ডি    ৬ লাখ টাকা

ই    ৩.৫ লাখ টাকা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর