সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

মাশরাফি কলাবাগানে

ক্রীড়া প্রতিবেদক

মাশরাফি কলাবাগানে

দেশের বাইরে থেকে নির্দেশনা ছিল সাকিব আল হাসানকে যেন দলভুক্ত করে লিজেন্ড অফ রূপগঞ্জ (এলআরবি)। নির্দেশনা থাকলেই কি হয়? লটারিতে এলআরবি সুযোগ পায়নি বিশ্বসেরা অলরাউন্ডারকে দলভুক্ত করার। কারণ, ক্রিকেটাররা এবার নিজের পছন্দমতো ক্লাবে খেলার সুযোগ পাননি। বিসিবি ২০৭ জন ক্রিকেটারের তালিকা করে আয়োজন করে ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের বহুল আলোচিত ‘প্লেয়ার্স বাই চয়েস’। দল-বদল প্রক্রিয়াটি অনুষ্ঠিত হয় গতকাল ঢাকার বহুতল হোটেল লা মেরিডিয়ানে। খেলার নিশ্চয়তা কম হলেও কাল সাকিব ও ‘বিস্ময়কর বোলার’ মুস্তাফিজুর রহমানকে দলভুক্ত করেছে ঢাকার দুই জনপ্রিয় ক্লাব আবাহনী ও মোহামেডান। ‘প্লেয়ার্স বাই চয়েস’ প্রক্রিয়ায় জাতীয় দলের ৭ ক্রিকেটার ছিলেন ‘আইকন’ ক্যাটাগরিতে এবং আরও ৬ ক্রিকেটার ছিলেন ‘এ’ প্লাস ক্যাটাগরিতে। দুই ক্যাটাগরির ১৩ ক্রিকেটারের মধ্য থেকে সাকিব ও তামিম ইকবালকে লটারিতে দলভুক্ত করেছে আবাহনী। মতিঝিল পাড়ার ঐতিহ্যবাহী দল মোহামেডান দলভুক্ত করেছে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও মুস্তাফিজকে। ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফিকে লটারিতে পেয়েছে কলাবাগান। টি-২০ বিশ্বকাপ শেষ। অফুরন্ত সময় ক্রিকেটারদের। প্রায় সবাই পরিবারের সঙ্গে অবসর সময় কাটাচ্ছেন। সাকিব ও মুস্তাফিজ আইপিএল খেলতে এখন ভারতে। সাকিব খেলছেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে। মুস্তাফিজ আইপিএল খেলছেন প্রথমবার এবং তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ। দুজনে এখন ব্যস্ত আইপিএল নিয়ে এবং দুজনে আদৌ প্রিমিয়ার ক্রিকেট খেলতে পারবেন না কি না, সন্দেহ রয়েছে। তারপরও দুই তারকা ক্রিকেটারকে দলভুক্ত করতে বিশেষ আগ্রহ ছিল ১২ দলের। শোনা যায়, আবাহনী ক্লাব পরিকল্পনা করেই দলভুক্ত করে বিশ্বসেরা অলরাউন্ডারকে। দলভুক্ত করার অবশ্য একটি ব্যাখ্যা রয়েছে ক্লাবটির। সাকিবের পারিশ্রমিক ৩০ লাখ টাকা। মুস্তাফিজের পারিশ্রমিক ২৫ লাখ টাকা। অথচ এবারের প্রিমিয়ার লিগের নিয়ম, প্রতিটি ক্রিকেটার ম্যাচ প্রতি অর্থ পাবেন। তাই সাকিব ও মুস্তাফিজ যে কয়টি ম্যাচ খেলতে পারবেন, সেই পরিমাণ অর্থ পাবেন। সুতরাং দলভুক্ত করার পর যদি দুই ক্রিকেটার খেলতে না পারেন, তাহলে আর্থিক ক্ষতির কোনো সমস্যা নেই ক্লাবগুলোর। আন্তর্জাতিক ক্রিকেট নেই বলে ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফি পরিবার পরিজন নিয়ে এখন ‘ভূ-স্বর্গ’ কাশ্মীরে। সেখান থেকে দেশে ফিরবেন বাংলা বর্ষবরণের পরের দিন। তাকে লটারিতে দলভুক্ত করেছে কলাবাগান ক্রিকেট একাডেমী। কাল ‘প্লেয়ার্স বাই চয়েস’ সবার শেষে লটারি করা হয় আইকন ও ‘এ’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটারদের। লটারিতে সবার আগে কল করার সুবিধা পায় শেখ জামাল। তারা প্রথম সুযোগেই দলভুক্ত করে নেয় অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে। আবাহনী যেমন আইকন ও ‘এ’ প্লাস ক্যাটাগরির দুই ক্যাটাগরির ক্রিকেটার পেয়েছে লটারিতে। একইভাবে মোহামেডান ও লিজেন্ড অব রূপগঞ্জও একই সুযোগ পেয়েছে। মোহামেডান ‘আইকন’ ক্যাটাগরি থেকে দলভুক্ত করে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে। ‘এ’ প্লাস থেকে মুস্তাফিজকেও পেয়েছে ক্লাবটি। লিজেণ্ড অব রূপগঞ্জ ‘এ’ প্লাস ক্যাটাগরি থেকে সৌম্য সরকার এবং মোহাম্মদ মিথুনকে নিয়েছে। ইনফর্ম ক্রিকেটার সাব্বিরকে নিয়েছে প্রাইম ব্যাংক, গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়ন নিয়েছে ইমরুল কায়েশকে। ‘এ’ প্লাস ক্যাটাগরি থেকে ভিক্টোরিয়া নিয়েছে মুমিনুল হক, প্রাইম দোলেশ্বর নিয়েছে নাসির হোসেন এবং এনামুল হক বিজয়কে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

সর্বশেষ খবর