সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

দল পেলেন ১৫৬ ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

দল পেলেন ১৫৬ ক্রিকেটার

এক সময় ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের দল-বদল হতো তিন দিনব্যাপী। ২০১৫-১৬ মৌসুমে সেটা বদলে হয়েছে দিনব্যাপী। এবারের দল-বদলে ক্রিকেটাররা নিজেদের পছন্দমতো ক্লাব বেছে নিতে পারেননি। বিসিবি ‘আইকন’ থেকে শুরু করে ‘ই’ পর্যন্ত ৮ ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভাগ করে দিয়েছে। সেখান থেকে ১২টি ক্লাব লটারিতে তাদের দল গুছিয়ে নিয়েছে। গতকাল ‘প্লেয়ার্স বাই চয়েস’ প্রক্রিয়ায় ১৫৬ ক্রিকেটার দল পেয়েছেন। এছাড়া আরও ১২ ক্লাব দুজন করে ২৪ ক্রিকেটারকে দল-বদল না করেই রেখে দিয়েছে। যারা দল পাননি তারা ফ্রি ক্রিকেটার হিসেবে বিবেচিত হবেন। ক্লাবগুলো ফ্রি ক্রিকেটার থেকে দলভুক্ত করতে পারবেন যে কাউকে। গতকাল শেষ হয়েছে দল-বদল। লিগ মাঠে গড়াবে ২২ এপ্রিল। এবার খেলা হবে মিরপুর, ফতুল্লা ও বিকেএসপি-তিন ভেন্যুতে।  ঢাকার বহুতল হোটেল লা মেরিডিয়ানে ‘প্লেয়ার্স বাই চয়েস’ প্রক্রিয়ার প্লেয়ার্স ড্রাফটে ছিল ১৮৫ ক্রিকেটারের নাম। এরমধ্যে লটারিতে দলভুক্ত হয়েছে ১৫৬ ক্রিকেটার। দল পায়নি বাকি ২৯ জন। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু করে ‘প্লেয়ার্স বাই চয়েস’। কার্যক্রম পরিচালনা করেন বিসিবির সিনিয়র সহ সভাপতি মাহাবুবুল আনাম এবং পুরোটা সময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ২৯ ক্রিকেটার দল না পেলেও আইকন (৭) ও ‘এ’ প্লাস (৬) ক্যাটাগরির ১৩ ক্রিকেটার অবিক্রীত থাকেননি। প্রক্রিয়ায় সর্বোচ্চ ১৫ জন ক্রিকেটার দলভুক্ত করেছে মোহামেডান ও লিজেন্ড অব রূপগঞ্জ। প্রাইম ব্যাংক ১৩, প্রাইম দোলেশ্বর ১১, আবাহনী ১৩, কলাবাগান ক্রিকেট একাডেমী ১২, ভিক্টোরিয়া স্পোর্টিং ১৩, ব্রাদার্স ইউনিয়ন ১৪, শেখ জামাল ধানমন্ডি ১২, কলাবাগান ক্রীড়াচক্র ১৩, ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ১২ ও গাজী গ্রুপ ক্রিকেটার্স ক্রয় করেছে ১২ জন ক্রিকেটার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর