সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

আবারও পরাজয়ের লজ্জা বার্সার

ক্রীড়া ডেস্ক

আবারও পরাজয়ের লজ্জা বার্সার

মৌসুমের প্রায় পুরোটা সময় জুড়েই বার্সেলোনার আধিপত্য ছিল। লা লিগা, কোপা দেল রে কাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। তিনটাতেই মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ীর ম্যাজিক্যাল ফুটবল ছিল প্রতিপক্ষের জন্য বিভীষিকার মতো। তবে মৌসুম যতো ঘনিয়ে আসছে, বার্সাত্রয়ীর ধারও যেন ততোই কমছে। শনিবার যেমন বার্সেলোনা ১-০ গোলে হেরে গেল রিয়াল সুসিদাদের কাছে! সুয়ারেজহীন বার্সেলোনায় মেসি-নেইমার ছিলেন পুরোপুরিই নিষ্প্রভ! ম্যাচের পঞ্চম মিনিটে মাইকেলের করা গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল সুসিদাদ। এ পরাজয়ের পরও ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষেই অবস্থান করছে বার্সেলোনা। তবে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে মাদ্রিদের দুই ক্লাব অ্যাটলেটিকো ও রিয়াল। বার্সার পরাজয়ের রাতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদো, জেমস রদ্রিগেজ, লুকাস আর হেসের গোলে ৪-০ ব্যবধানে প্রতিপক্ষ অ্যাইবারকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে বার্সেলোনার অনেকটাই কাছে পৌঁছে গেছে জিনেদিন জিদানের দল। ৩২ ম্যাচে ৭২ পয়েন্ট সংগ্রহ করে লা লিগায় তিন নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। আর মাত্র চার পয়েন্টের ব্যবধান দুই দলের মধ্যে! এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদের জয়রথ ছুটছেই। দিয়েগো সিমিওনের শিষ্যরা শনিবার এসপানিয়লকে ৩-১ গোলে হারিয়েছে। অ্যাটলেটিকোর পক্ষে গোল করেছেন ফার্নান্দো তোরেস, অ্যান্টোনিও গ্রিজম্যান এবং কোকে। এ জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগায় ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো দুর্দান্ত একটা রেকর্ডই গড়লেন লা লিগায়। একমাত্র ফুটবলার হিসেবে লা লিগায় টানা ছয়টা মৌসুমে তিনি ৩০টার বেশি গোল করলেন। শনিবার অ্যাইবারের বিপক্ষে গোলের মধ্যদিয়েই এই রেকর্ড গড়েন তিনি। ২০০৯-১০ মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে আসার পর কেবল প্রথমবারই ২৬টা গোল করেছিলেন তিনি। এরপর প্রতি মৌসুমে কমপক্ষে ৩১টা গোল করেছেন তিনি।

সর্বশেষ খবর