সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
বাফুফে নির্বাচন

সভাপতি পদে মনোনয়নপত্রের মূল্য ১ লাখ টাকা

ক্রীড়া প্রতিবেদক

৩০ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। কাউন্সিলরশিপের নামও জমা পড়েছে। ১৬ এপ্রিল মনোনয়নপত্র ক্রয় করা যাবে। এবারে মনোনয়নপত্রের নতুন মূল্য ধার্য করা হয়েছে। গত নির্বাচনে যে কোনো মনোনয়নপত্রের মূল্য ছিল ৫ হাজার টাকা। এবার তার ব্যতিক্রম ঘটছে। সভাপতি পদে নির্বাচন করতে হলে ১ লাখ টাকা দিয়ে মনোনয়নপত্র কিনতে হবে, সিনিয়র সহ-সভাপতি পদে ৭৫, সহ-সভাপতি পদের জন্য ৫০ হাজার টাকা ধরা হয়েছে। নির্বাহী সদস্য পদে মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা।

এ বিষয়ে বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি জানান, সভাপতি পদে যে কেউই যাতে মনোনয়নপত্র কিনতে না পারেন সে জন্যই এ ব্যবস্থা। তিনি বলেন, ‘এমন ব্যক্তিই যেন মনোনয়নপত্র সংগ্রহ করেন যিনি নির্বাচন করবেন। সেই জন্য সভাপতির মনোনয়নপত্রের মূল্য ১ লাখ টাকা রাখা হয়েছে। অতীতে দেখা গেছে, শুধু নাম প্রচারের জন্য অনেকে সভাপতি পদে মনোনয়নপত্র কিনে পরে তা প্রত্যাহার করেছেন। ৩০ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে মোট ডেলিগেটের সংখ্যা হবে ১৩৪ জন। তবে বেশ কটি জেলার ডেলিগেটের নাম নিয়ে বিতর্ক থাকায় এ সংখ্যা কমতে পারে। আজ বাফুফে ভবনে নির্বাহী কমিটির এক সভায় আসন্ন নির্বাচনের খসড়া ভোটার তালিকা অনুমোদিত হয়। উল্লেখ্য, গত ২০১২ সালের ২৮ এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে ডেলিগেটের সংখ্যা ছিল ১২২। সভাটি দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও এটি শুরু হয় বিকাল সাড়ে ৩টায়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। খসড়া ভোটার তালিকায় কোনো আপত্তি থাকলে ১৩ এপ্রিলের মধ্যে তা নিষ্পত্তি করবে ফেডারেশন। এদিন রাতে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা যা নিয়ে আগামী ১৫ এপ্রিল থেকে নির্বাচনী কর্মকাণ্ড শুরু করবে বাফুফের নির্বাচন কমিশন।

সর্বশেষ খবর