বুধবার, ২০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

আবাহনীকে চ্যাম্পিয়ন করাতে চান তামিম

ক্রীড়া প্রতিবেদক

আবাহনীকে চ্যাম্পিয়ন করাতে চান তামিম

প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেন আবাহনীর উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল —বাংলাদেশ প্রতিদিন

স্বপ্ন ছিল বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ ক্রিকেটে সেঞ্চুরি করবেন। কিন্তু স্বপ্ন পূরণ হয়নি। বিশ্বকাপে না পারলেও টি-২০ বিশ্বকাপে লিখেছেন নতুন ইতিহাস। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে করেছেন সেঞ্চুরি। ওমানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো তামিম পুরো আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও(২৯৫)। টি-২০ বিশ্বকাপের সুপার টেনে খেলা বাংলাদেশ উঠতে পারেনি সেমিফাইনাল। তাই টুর্নামেন্ট শেষ হওয়ার একটু আগেই ফিরে আসেন তামিমরা। এরপর লম্বা ছুটি। তিন সপ্তাহ ব্যাটিংয়ের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না দেশসেরা ওপেনার তামিমের। অনুশীলনে না থাকলেও গতকাল নিজের জাত চেনান নারায়ণগঞ্জ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। আবাহনীর পক্ষে প্রস্তুতি ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৯০ বলে ১৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে সতর্ক বার্তা পৌঁছে দেন অপরাপর ক্লাবগুলোকে। দেশসেরা ওপেনার তামিম এবার প্রিমিয়ার ক্রিকেটে খেলবেন ঢাকা আবাহনীর পক্ষে। সাকিব আল হাসান থাকার পরও দলটিকে নেতৃত্ব দিবেন তামিম। গতকাল প্রস্তুতি ম্যাচ শেষে মিডিয়ার মুখোমুখিতে আবাহনীকে চ্যাম্পিয়ন করার ইচ্ছার কথা বলেন।

তিন সপ্তাহের বিশ্রামে মাঝে পরিবার নিয়ে উমরাহ পালন করেন। পরশু দলের সঙ্গে যোগ দেন তামিম। কাল প্রস্তুতি ম্যাচ খেলেন। দলে তামিম ছাড়াও রয়েছেন সাকিব, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, সাকলাইন সজীবদের মতো পরীক্ষিত ক্রিকেটার। এছাড়াও রয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের তারকা ক্রিকেটার নাজমুল হাসান শান্ত। প্লেয়ার্স ড্রাফটে দল-বদল হলেও অপরাপর দলগুলো থেকে বেশ শক্তিশালী দল গুছিয়েছে আবাহনী। এমন দল নিয়ে শিরোপা স্বপ্ন দেখাই যায়। অবশ্য শিরোপা জেতা আবাহনীর জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে। এই জরুরিটা বেশ ভালো করেই জানেন তামিম, ‘আমাদের দলটা খুব চমৎকার হয়েছে। ব্যাটিং, বোলিং-সব ধরনের কম্বিনেশনই আছে দলে। সবাই মিলে যদি পারফরম্যান্স করতে পারি, তাহলে আশা করি আবাহনীকে চ্যাম্পিয়ন করাতে পারব। আবাহনীকে চ্যাম্পিয়ন করানোই আমাদের লক্ষ্য।’

গতকাল প্রচণ্ড গরমেও ক্লান্ত হননি তামিম। প্রাইম ব্যাংকের বোলারদের সাধারণ মানে নামিয়ে ঝড়ো ব্যাটিং করেন। ৯০ বলে খেলেন ১৩৯ রানের ইনিংস। যাতে ছিল ১৮টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি। ইনিংসটি খেলে সন্তুষ্ট। আবাহনীর পক্ষে পুরো মৌসুমে পারফরম্যান্সের এমন ধারাবাহিকতা ধরে রাখতে চান তামিম, ‘আজকে (গতকাল) যেমন ব্যাটিং করেছি, পুরো লিগে এমন ব্যাটিং করতে পারলে আমি সন্তুষ্ট থাকব। আমাকে যে উদ্দেশ্যে আবাহনী দলে নিয়েছে, আমি যদি সেটা পূরণ করতে পারি, তাহলে আমি নিজেকে সফল ভাববো।’

২২ এপ্রিল শুরু প্রিমিয়ার ক্রিকেট। প্লেয়ার্স ড্রাফটে দল গোছালেও শিরোপা লড়াইয়ে থাকবে বেশ কয়েকটি দল। শিরোপা লড়াইয়ে বরাবরের মতো থাকছে মোহামেডান, প্রাইম ব্যাংক, প্রাইম দোলেশ্বর, গাজী, লিজেণ্ডস অব রূপগঞ্জ। সবাই দলভুক্ত করেছে ভালোমানের ক্রিকেটার। তবে তামিম মনে করেন, নাম দিয়ে নয়, মাঠের পারফরম্যান্সই দলকে ফল এনে দিবে, ‘দলের পারফরম্যান্স নির্ভর করবে মাঠে আমরা কেমন পারফরম্যান্স করি, তার ওপর। বিপিএলে চিটাগাং ভাইকিংস শক্তিশালী দল গড়েও ষষ্ঠ হয়। সুতরাং মনে রাখতে হবে, ভালো ফল পেতে হলে মাঠে পারফর্ম করতে হবে। তবে আমরা যদি সামর্থ্য অনুযায়ী পারফরম্যান্স করতে পারি, তাহলে ফল আমাদের পক্ষে আসবেই।’

সর্বশেষ খবর