বুধবার, ২০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

মেসির মূল্য ১৪ কোটি ইউরো

ক্রীড়া ডেস্ক

মেসির মূল্য ১৪ কোটি ইউরো

বর্তমান বিশ্বের দুরন্ত দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। দুজনেই এখন ফুটবলবিশ্বের শীর্ষ দুই তারকা। দুজনের নামেই দর্শক হুমড়ি খেয়ে পড়ে খেলা দেখতে। দুজনে এই মুুহূর্তে ফুটবলবিশ্বের সবচেয়ে বেশি বিপণন মূল্য। এদের পেতে দলগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতায় মেতে উঠে। তাহলে তাদের মূল্য কত? নানা জনের নানা মত। দুই বিশ্বসেরা ফুটবলারের বিপণন মূল্য ধরে একটি সার্ভে রিপোর্ট প্রকাশ করেছে স্পেনের পলিটেকনিক ইউনিভার্সিটি অব ভ্যালেন্সিয়া (ইউপিভি)। ইউপিভির মতে মেসির বাজার মূল্য ১৪ কোটি ১০ লাখ ইউরো এবং রোনালদোর বাজার মূল্য ১০ কোটি ১০ লাখ ইউরো। ইউপিভি জরিপের কাজটি করেছে হাভার্ড ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজির সঙ্গে মিলে। ২০১৪-১৫ মৌসুমে মেসি ও রোনালদোর গোল, সহায়তা করা, লাল বা হলুদ কার্ড এবং নেতৃত্ব ও বিপণন মূল্য হিসাব করেছে। শুধু এসবই নয়, দুজনকে তুলনা করা হয়েছে সতীর্থদের সঙ্গেও। মেসিকে তুলনা করা হয়েছে বার্সার দুই সতীর্থ লুইস সুয়ারেজ ও নেইমারের সঙ্গে। রোনালদোকে তুলনা করা হয়েছে রিয়ালের দুই সতীর্থ গ্যারেথ বেল ও করিম বেনজামার সঙ্গে। হিসাবে দুজনের বয়সও বাদ পড়েনি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রোনালদোর বয়স ৩১ ও মেসির ২৮।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর