বুধবার, ২০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মাবিয়ারা

ক্রীড়া প্রতিবেদক

উজবেকিস্তানের তাসখন্দতে ২১-৩০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৭তম সিনিয়র মহিলা ও ৪৬তম সিনিয়র পুরুষ এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ। চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা হচ্ছে ছয় সদস্যের বাংলাদেশ নারী ভারোত্তোলন দল। দলের সদস্যরা হলেন ১২তম এসএ গেমসে ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সিমান্ত, ৫৮ কেজিতে রৌপ্যজয়ী ফুলপতি চাকমা, ৬৯ কেজিতে রৌপ্যজয়ী রোকেয়া সুলতানা সাথী, ৪৮ কেজিতে ব্রোঞ্জজয়ী মোল্লা সাবিরা সুলতানা। দলের সঙ্গে কোচ হিসেবে আছেন শাহরিয়া সুলতানা সুচি। এই এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের ফলাফলের উপর নির্ভর করবে আগামী রিও ২০১৬ অলিম্পিক গেমসে ভারোত্তোলকদের সুযোগ পাওয়ার বিষয়টি।

উল্লেখ্য, মাবিয়া, ফুলপতি ও সাথীর বিমান টিকিট প্রদান করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। মোল্লা সাবিরা এবং কোচের বিমান ভাড়া আনুষঙ্গিক খরচ প্রদান করেছে জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ আনসার। আর আয়োজক কর্তাদের রিকোয়েস্ট করে এশিয়ান ওয়েটলিফটিং ফেডারেশনের সহযোগিতায় উজবেকিস্তানে বাংলাদেশ দলের সদস্যদের থাকা ও খাওয়ার (আনুমানিক ৬ লাখ টাকা) ব্যবস্থা করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক। ফেডারেশনের সাধারণ সম্পাদক ও এশিয়ান ওয়েটলিফটিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ নিজ ব্যবস্থাপনায় যাচ্ছেন এশিয়ান ওয়েটলিফটিং ফেডারেশনের কার্যনির্বাহী সভায় অংশ নিতে।

সর্বশেষ খবর