বুধবার, ২০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

শিরোপা রেসে টটেনহ্যামও

ক্রীড়া ডেস্ক

শিরোপা রেসে টটেনহ্যামও

টটেনহ্যাম ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করেছে ৫৫ বছর হয়ে গেছে। এরপর কত গ্রেটরাই না খেলেছেন লন্ডনের এ পুরনো ক্লাবে। তবে ইংলিশ লিগ জয়ের গৌরব টটেনহ্যাম আর কখনোই অর্জন করতে পারেনি। ১৯৫০-৫১ ও ১৯৬০-৬১ মৌসুমেই কেবল ওরা জয় করেছিলেন ইংলিশ ফুটবলের গৌরবজনক মুকুট। তবে চলতি মৌসুমে টটেনহ্যামকে স্বপ্ন দেখাচ্ছেন হ্যারি কেইন। ইংলিশ এ স্ট্রাইকার চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা (২৪ গোল)। প্রায় প্রতি ম্যাচেই তিনি টটেনহ্যামকে উপহার দিচ্ছেন ম্যাজিক্যাল ফুটবল। এই যেমন সোমবার মধ্যরাতে স্টোক সিটির বিপক্ষে খেললেন দুর্দান্ত ফুটবল। দুটি গোল করেছেন তিনি। এছাড়াও আলি করেছেন দুটি গোল। স্টোক সিটির বিপক্ষে ৪-০ গোলের এ জয়ে টটেনহ্যাম ইংলিশ প্রিমিয়ার লিগে এখন শিরোপা জয়েরই স্বপ্ন দেখছে। অবশ্য এখনো ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে লিস্টার সিটি। আর সমান ম্যাচে ৬৮ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম। অবশ্য সামনে লিস্টারের রয়েছে কঠিন সব ম্যাচ। খেলতে হবে ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসির মতো ফেবারিটদের বিপক্ষে। অন্যদিকে টটেনহ্যামের কেবল চেলসি ম্যাচটাই কঠিন রয়েছে। বাকি ম্যাচগুলো সহজই। ওয়েস্ট ব্রমউইচ, সাউদ্যাম্পটন আর নিউক্যাসল ম্যাচ রয়েছে টটেনহ্যামের সামনে। যদি লিস্টার সিটি দুই ম্যাচ হেরে যায় তবে টটেনহ্যামের সামনে ৫৫ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের সুযোগ ধরা দিবে। সেক্ষেত্রে হাতে থাকা চারটা ম্যাচই জয় করতে হবে তাদেরকে। মরিসিও পুচিত্তিনোর দল কী টটেনহ্যামকে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে তৃতীয় শিরোপা উপহার দিতে পারবে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর